নাটোরে আদিবাসী পরিষদের বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে নাটোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১টার দিকে সংগঠনটির বড়াইগ্রাম উপজেলা কমিটির আয়োজনে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় এবং উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে একটি পদযাত্রা বের করা হয়। এর আগে সংগঠনটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত পদযাত্রা বের করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় অন্যান্যের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়া্ইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী , আদিবাসী পরিষদ নাটোর জেলা কমিটির সভাপতি প্রদীপ লাকড়া, সাধারণ সম্পাদক কালিদাস রায়, সাংগঠনিক সম্পাদত রঘুনাথ এক্কা, বড়াইগ্রাম উপজেলা কমিটির সভাপতি যাদু কুমার দাস, সাধারণ সম্পাদক শিবেন মাহাতো, মাধব রায়, লালপুর উপজেলা সাধারণ সম্পাদক শংকর বাগদী প্রমূখ্য।
