শিল্প ও সংস্কৃতি

নতুন ভোকালের খোঁজে মান্দি আদিবাসী ব্যান্ড জুমাং

নতুন ভোকালের খোঁজ করছে জনপ্রিয় মান্দি আদিবাসী ব্যান্ড জুমাং। গতকাল ২ নভেম্বর, তাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে মান্দি আদিবাসী শিল্পীদের জন্য ওপেন কল রাখে ব্যান্ডটি। ব্যান্ডটির নতুন ভোকাল হতে হলে গাইতে হবে তিনটি গান। অসমাপ্ত কাহিনী, চানচিয়া, এবং যে কোন পছন্দের একটি ইংরেজি গান। অসমাপ্ত কাহিনী ও চানচিয়া ব্যান্ডটির অরিজিনাল ট্রাক যা পাওয়া যাবে তাদের ইউটিউব চ্যানেলে। 

এর পূর্বে, ৩০ অক্টোবর রাতে ব্যান্ডটির ফেইসবুক পেইজের একটি পোস্টে জানানো হয় ব্যান্ডটির বর্তমান ভোকাল রাসং চিসিম মুকুট তাদের সংগীত যাত্রার সাথী হিসেবে আর থাকছেন না। তবে কোন কারণ স্পষ্ট করে জানানো হয় নি সে-পোস্টে। ব্যান্ডের বেইজিস্ট শাওন এলেক্সিস আইপিনিউজকে জানান, “আমাদের ব্যান্ডের মেম্বারদের সাথে ভোকালের বোঝাপড়ায় বেশ কিছুটা দূরত্ব সৃষ্টি হওয়ায় আমাদের সবার সিদ্ধান্তে রাসং চিসিম মুকুট ব্যান্ডের ভোকাল হিসেবে আর থাকছেনা।” 

তিনি আরও জানান, “এই সিদ্ধান্তটা একটা মিউচুয়াল সিদ্ধান্ত, সবার সাথে এমনকি ভোকালের সাথেও আলাপের পর সিদ্ধান্ত হয়েছে এই বিষয়ে।” 

ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন রাকসেং ম্রং, সালসেং ম্রং ও উচ্ছাস চিসিম। পরবর্তীতে ২০১২ সালের শুরুর দিকে ব্যান্ডে যুক্ত হন রাসং চিসিম মুকুট। রাসং চিসিম মুকুট ব্যান্ড-এ থাকাকালীন অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন শ্রোতাদের— এর মধ্যে অসমাপ্ত কাহিনী, চানচিয়া ও সিনথিয়ে আংনা’আ উল্লেখযোগ্য। 

ব্যান্ডের বর্তমান লাইনআপ– রাকসেং ম্রং (গিটারিস্ট), ত্রিদ্বীপ প্রাপ্ত রেমা (গিটারিস্ট), রোমিও রোমারিও (ড্রামার), শাওন এলেক্সিস (বেইজিস্ট)। 

Back to top button