অন্যান্য

নওগাঁয় সন্ত সম্মেলন ও রবিদাস মিলনমেলা-২০১৭ অনুষ্ঠিত

“রবিদাস জনগোষ্ঠীকে যাতে গেজেটে অন্তর্ভূক্ত করা হয় তার জন্য আমার দিক থেকে সর্বোচ্চ করবো। কিন্তু আপনারা নিজেরাই নিজেদের ছোট করে রাখবেন না। আপনারা নিজেদের গড়ে তুলুন, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অনুরোধ করিয়ে মনোনয়ন নিয়ে দেবো। সেক্ষেত্রে আমার দরজা সর্বদাই রবিদাস জনগোষ্ঠীর জন্য খোলা থাকবে।” প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ-নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক জননেতা সাধন চন্দ্র মজুমদার, এমপি উপরোক্ত বক্তব্য রাখেন।

বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) নওগাঁ জেলা শাখার আয়োজনে ২দিনব্যাপী “সন্ত সম্মেলন ও রবিদাস মিলনমেলা-২০১৭” অনুষ্ঠানমালার উদ্বোধনী পর্ব ৭ ডিসেম্বর ২০১৭ রাত ৮টায় নওগাঁ জজকোর্ট সংলগ্ন কোমাইগাড়ী এলাকায় অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)-কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা সন্তবন্ধু মাষ্টার কানাইলাল রবিদাস। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) নওগাঁ জেলা শাখার সভাপতি শ্যামলাল রবিদাস (মাষ্টার)। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)-কেন্দ্রীয় কমিটির মহাসচিব শিপন রবিদাস প্রাণকৃষ্ণ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, শ্রীশ্রী প্রণব মঠ (নওগাঁ সেবাশ্রম সংঘ) এর অধ্যক্ষ স্বামী দিগি¦জয়ানন্দ, বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ-নওগাঁ জেলার সমন্বয়কারী শংকর রঞ্জন সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাডভোকেট তৌহিদা জৌতি, বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশনের সভাপতি প্রসেনজিৎ রবিদাস মলয়, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)-কেন্দ্রীয় কমিটির সম্মাণিত উপদেষ্টা ও জয়পুরহাট জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট বাবুল রবিদাস, বাংলাদেশ রবিদাস নারী ফোরাম (বিআরডব্লিউএফ) এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আদুরী রবিদাস। সমগ্র অনুষ্ঠানমালা সঞ্চালনা করেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)-পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিঠুন রবিদাস।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নিরব রবিদাস, রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী হান্নান রবিদাস, দিনাজপুর জেলা শাখার সহ সভাপতি জামলাল রবিদাস, গাইবান্ধা জেলা শাখার সভাপতি সুনীল রবিদাস, প গড় জেলা শাখার সভাপতি উত্তম কুমার রবিদাস, জয়পুরহাট জেলার শাখার মনিলাল রবিদাস, নাটোর জেলা শাখার সভাপতি চন্দন রবিদাস, বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক লালন রবিদাস, নারী বিষয়ক সম্পাদক রুপালী রানী রবিদাস, নওগাঁ জেলা শাখার উপদেষ্টা সুচিত্রা রানী রবিদাস, সহ সভাপতি মোহন রবিদাস, সাধারণ সম্পাদক বিরেন রবিদাস, রাজেন রবিদাস, সুকদেব রবিদাস। রাতভর গুরুগাদী পূজায় মহন্ত (পূজারী)’র দায়িত্ব পালন করেন বাবলু রবিদাস, রামদয়াল রবিদাস, নারায়ন রবিদাস, দিলিপ রবিদাস, বলেশ^র রবিদাস। ধর্মীয় আলোচনায় অংশ নেন টাঙ্গাইল থেকে বলাই সাধু সহ বিভিন্ন জেলা/উপজেলা থেকে আগত সন্ত,মহন্ত, ধর্মগুরুবৃন্দ।

অনুষ্ঠানমালার ২য় দিন (৮.১২.১৭) সকাল ১০.৩০ টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এছাড়াও সকাল ৯টায় মহাপ্রভুর ভোগ, প্রসাদ বিতরণ ও দুুপুর ২টায় সাংগঠনিক বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সভাপতিত্ব করেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)-কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা সন্তবন্ধু মাষ্টার কানাইলাল রবিদাস। বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)-কেন্দ্রীয় কমিটির মহাসচিব শিপন রবিদাস প্রাণকৃষ্ণ। এ সভায় বিআরএফ এর বিভিন্ন জেলা/উপজেলা কমিটির নেতৃবৃন্দের হাতে কমিটির অনুমোদন কপি হস্তান্তর করা হয়।

Back to top button