অন্যান্যআঞ্চলিক সংবাদ

নওগাঁর পোরশায় আদিবাসীদ‌ের বাড়ি ভাংচুর ও আগুন দিয়েছে দুর্বত্তরা: সরেজমিনে আদিবাসী নেতৃবৃন্দ

নওগাঁর পোরশায় গভীর রাতে আদিবাসীদ‌ের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২৮ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার দুপুর ১২.৩০ টায় জাতীয় আদ‌িবাসী পরিষদের ন‌েতৃবৃন্দ পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউপির মুরলিয়া পাহাড়‌ীয়া আদিবাসী গ্রাম সরেজমিন পর‌িদর্শন এবং গ্রামবাসীর সাথে আল‌োচনা কর‌েন।

এ সময় উপস্থ‌িত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গন‌েশ মার্ডি,সাংগঠন‌িক সম্পাদক ব‌িমল চন্দ্র রাজোয়ার, রাজশাহী বিভাগীয় সাংগঠন‌িক সম্পাদক ও নওগাঁ জ‌েলার আহবায়ক নর‌েন চন্দ্র পাহান,নওগাঁ জেলার সদস‌্য মহ‌েন্দ্র পাহান, চাপাই নবাবগঞ্জ জ‌েলার সভাপত‌ি বিচিত্রা তির্কী, সাধারণ সম্পাদক টুনু পাহান, প‌োরশা উপজ‌েলার সভাপত‌ি ধীরেন লাকড়া, সাধারণ সম্পাদক আইচন পাহান, সাংগঠন‌িক সম্পাদক নিতাই পাহান, ন‌িয়ামতপুর উপজ‌েলার সাধারণ সম্পাদক অজিত মুন্ডা,মহাদ‌েবপুর উপজ‌েলার সভাপত‌ি দিলীপ পাহান, আদিবাসী যুব পর‌িষদের ক‌েন্দ্রীয় সহ সভাপত‌ি নবদ্বীপ লাকড়া, পত্নীতলা উপজেলার সভাপত‌ি পর‌েশ টুডু, আদ‌‌িবাসী ছাত্র পর‌িষদ‌দের কেন্দ্রীয় সভাপত‌ি নকুল পাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক লখ‌িন সরদার, সাংগঠন‌িক সম্পাদক দেবাসনজ‌িত সরদার, প‌োরশা উপজেলার সভাপত‌ি ন‌‌িরেন পাহান, সাংগঠন‌িক সম্পাদক ব পাহান, পত্নীতলা উপজ‌েলার সভাপত‌ি সুজ‌িত পাহান, মহাদেবপুর উপজেলার সভাপত‌ি চঞ্চল পাহান, সাধারণ সম্পাদক পলাশ পাহান, কেন্দ্রীয় সদস‌্য অন‌িল গজার। এছাড়াও জাতীয় আদ‌িবাসী পর‌‌িষদ প‌োরশা উপজ‌েলার বিভিন্ন ইউন‌িয়ন‌ের সভাপতি সম্পাদক সহ ন‌েতৃবৃন্দ।

গ্রামবাসী সম্রাট পাহাড়ীয়া(৬০), রবীন্দ্র পাহাড়ীয়া(৪২), লগ‌েন পাহাড়ীয়া(৪০) ও শান্ত পাহাড়ীয়ার(২৫)সহ অন‌েক‌ের সাথ‌ে কথা বল‌ে জানা য়ায় য‌ে, মুরল‌িয়া গ্রাম‌ে পাহাড়‌ীয়া আদ‌িবাসী জাতিগ‌োষ্ঠীর প্রায় ৬০-৬২ ট‌ি পরিবার দীর্ঘ দ‌িন ধর‌ে বসবাস কর‌ে আসছিল। ম‌োট জম‌ির পর‌িমান ৩৯ বিঘা এর মধ‌্যে ১৮ বিঘা বসতভিটা ও পুকুর,বাদবাকী কৃষ‌ি ও কিছু শশ্মান।

এরই মধ‌্যে আনুমান‌িক (দূর্গাপূজার পর পরই) অক্ট‌োবরের শেষের দিকে ২০২১ সালে‌র দ‌িক‌ে আদিবাসী বসবাসরত পুকুর‌ে বাঙ‌ালিদের মাছ ধরাক‌ে কেন্দ্র কর‌ে আদিবাসীদের দুই পক্ষ‌ের সংঘর্ষ হয়। এত‌ে মিনু পাহাড়ীয়া(৪৮) নাম‌ে একজন আদ‌িবাসী নিহত হয়।

কত‌িপয় ভূম‌িদস‌্যু ও দূবৃর্ত্তরা (৩য় পক্ষ হ‌িসেবে) এই সুয‌োগ ন‌িয়ে আদিবাসীদ‌ের দুই ভাগ‌ে বিভক্ত কর‌ে দ‌িয়‌ে ভূম‌ি দখলে ন‌েওয়ার জন‌্য আদ‌িবাসীদের এক পক্ষক‌ে ন‌িয়‌ে প্রায় ৩৫ ট‌ি ঘর বাড়‌ি ভাংচুর, ‌অগ্নিসংযোগ, হামলা ও মামলা কর‌ে বিতাড়িত কর‌ে এবং মামলা হামলার ভয়‌ে প্রায় ৬ মাস ঘর বাড়‌ি ছাড়া ৩৫টি পাহাড়ীয়া আদ‌িবাসী পরিবারগু‌লা‌ে‌ পাল‌িয়‌ে বেড়াচ্ছে।

উল্ল‌েখ্য, সম্প্রত‌ি আবার নওগাঁর পোরশায় গভীর রাতে আদিবাসীর বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িতে থাকা লোকজন আগুনের টের পেয়ে লাফিয়ে বাড়ি থেকে বের হয়ে প্রাণে বেঁচে যান। পুড়ে যায় বাড়িতে থাকা লক্ষাধিক টাকার মালামাল।

ঘটনাটি ঘটেছে গত ১৭ এপ্র‌িল ২০২২ শুক্রবার রাতে পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউপির মুরলিয়া পাহাড়‌ীয়া আদিবাসী পাড়ার মনিল পাহাড়ীয়ার ছেলে মদন পাহাড়ীয়ার বাড়িতে।

Back to top button