‘দ্য ফোর্থ আই’ শিরোনামে আদিবাসী চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
গতকাল ২৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার কালাচাঁদপুরে অবস্থিত বারিধারা শিশু মালঞ্চ হাইস্কুল প্রাঙ্গনে ‘দ্য ফোর্থ আই’ শিরোনামে আদিবাসী চলচ্চিত্র প্রদর্শনী করেছে চানচিয়া ও চানচিয়ার সিস্টার কনসার্ন অরগানাইজেশান চানচিয়া ফিল্মস।
“মূলধারার প্রথাগত চোখ দিয়ে দেখতে দেখতেই যেন আমরা আবিষ্কার করি ‘এ চোখ কি আমার?’ ‘সে কি আমাকে দেখে?’। নিজেদের দেখবার ও দেখাবার প্রয়োজনে নতুন কোন চোখের সন্ধানে আমাদের এই আয়োজন।” – ফেইসবুকের ইভেন্ট বিবৃতিতে সংক্ষিপ্ত আকারেই আদিবাসী চোখ দিয়ে আদিবাসীদের জীবন দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করে এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে চানচিয়া ফিল্মস ও চানচিয়া।
এই চলচ্চিত্র প্রদর্শনীতে অং রাখাইন পরিচালিত মর থেংগারি, হাবিবুর রহমান পরিচালিত আইয়াও, আন্তনী রেমা পরিচালিত আ’বিমা এবং ফিডেল দ্রং পরিচালিত ছাতা সিনেমা প্রদর্শন করা হয়।
চানচিয়ার সদস্য অর্পন মমিন এবং অরন্য ম্রং এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চানচিয়ার সমন্বয়ক আন্তনী রেমা।
স্বাগত বক্তব্যে আন্তনী রেমা বলেন, আদিবাসীদের নিজস্ব গল্প বলবার আকাঙ্ক্ষা থেকে অনেক আদিবাসী তরুণরাই সিনেমা তৈরি শুরু করছেন। নিজেদের ভাবনা ও চিন্তার বহিঃপ্রকাশের জন্য সিনেমা অনেক শক্তিশালী মাধ্যম। নিজেদের ভাষা এবং সংস্কৃতি চর্চাসহ সমাজের চিত্রকে পর্দায় চিত্রায়িত করার জন্য আদিবাসীদের সিনেমার যাত্রাকে সুগম করার প্রচেষ্টা চলমান রাখা জরুরী।
সিনেমা প্রদর্শনীর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ঢাকা ওয়ানগালার (কালাচাঁদপুর) নবনির্বাচিত নকমা সঞ্চয় নাফাক বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা এবং সৃজনশীলতার মধ্য দিয়েই সমাজ সামনের দিকে এগিয়ে অগ্রসর হয়। আজকে যে যাত্রা শুরু হলো, আশা করি সামনের দিনে এর ব্যাপ্তি আরও বাড়বে এবং এর মাধ্যমে আমাদের সমাজ এবং জাতি উপকৃত হবে।
প্রদর্শনী শেষে সমাপনী বক্তব্যে চানচিয়ার পক্ষে আগত দর্শনার্থীদের ধন্যবাদ জানিয়ে শ্যাম সাগর মানকিন বলেন, আদিবাসী তরুণদের মধ্যে রাজনৈতিক এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় আদিবাসী তরুণরা গল্প কবিতা গান কিংবা উপন্যাসের পাশাপাশি সিনেমা তৈরি শুরু করেছে। সিনেমার মতন শক্তিশালী মাধ্যমকে আমরা যদি তরুণদের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দিতে পারি তবে আগামী প্রজন্ম এর সুফল পাবে। আগামীর সমাজ ভাবনা এবং সম্ভাবনাকে আরও জোরদার করতে সকল শ্রেণীপেশার মানুষকে সাথে নিয়ে আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে।
চানচিয়া ফিল্মস আইপিনিউজকে জানান, বাংলাদেশে ফোর্থ সিনেমার প্রসারের লক্ষ্যে কাজ করছে এই প্লাটফর্ম। এই লক্ষ্যে চানচিয়া ফিল্মস ২০২১ সালে সরকারিভাবে নিবন্ধিত হয়ে তাঁদের কার্যক্রম শুরু করেছে ।
আগামীতে আদিবাসী ফিল্মমেকারদের জন্য ওয়ার্কশপ, শর্ট ফিল্ম প্রোডিউসিং এবং দেশব্যাপী ফিল্ম স্ক্রিনিং এর ব্যবস্থা করবে বলে জানিয়েছেন চানচিয়া ফিল্মস এর অনুপম ঘাগ্রা।