আন্তর্জাতিক
দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি, চীনে তুষারঝড়
চীনের মধ্য ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় তুষারঝড় অব্যাহত থাকায় দেশটির জাতীয় পর্যবেক্ষণ সংস্থা তাদের সতর্কতা পরিবর্তন করে বৃহস্পতিবার দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। খবর সিনহুয়ার।
চীনের আনহুই, হেনান, হুবেই, হুনান, জিয়াংসু, জিয়াংজি, সাংহাই ও ঝিজিয়াংয়ের বিভিন্ন স্থানে ১০ থেকে ১২ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের আশঙ্কা রয়েছে বলে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি) বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করে। আবহাওয়া কেন্দ্র জানায়, কিছু এলাকায় আরো তিনদিনেরও বেশী সময় ধরে তুষারপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্রঃ সিনহুয়া।