জাতীয়

দেশব্যাপী পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস -২০২৫

আইপিনিউজ ডেস্ক:  দেশব্যাপী নানান আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবসের এবছরের প্রতিপাদ্য ছিলো ”Indigenous Peoples and AI: Protecting Rights, Shaping Future”। বাংলাদেশ আদিবাসী ফোরাম এ প্রতিপাদ্যটির সাথে মিল রেখে বাংলা অনুবাদ করে “আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ”।

ঢাকা: গত ৯ই আগস্ট, ২০২৫ বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কেন্দ্রীয়ভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ পালন করা হয়। সংগঠনটির সহ-সভাপতি অজয় এ মৃ-র সভাপতিত্বে ক্রীড়া, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক উজ্জল আজিম, কেন্দ্রীয় সদস্য পল্লব চাকমা এবং রিপন বানাই-এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার সারা হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ,সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, মানবাধিকার কর্মী ও নিজেরা করি’র সমন্বয়কারী খুশি কবির, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, এএলআরডির নির্বাহী পরিচালক শামুসল হুদা, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী ও পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ-সাধারণ সম্পাদকা ডাঃ গজেন্দ্রনাথ মাহাতো, হেলেনা তালাং, নারী বিষয়ক সম্পাদক ফাল্গুনী ত্রিপুরাসহ বিভিন্ন প্রগতিশীল শিক্ষক, সাংবাদিক, ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জাতিসংঘ ঘোষিত এবারের মুলসুর আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ এর তাৎপর্য তুলে ধরে বলেন, বৈচিত্র্যময় এই বাংলাদেশে আদিবাসীরা আজও অবহেলিত। আজকে সারা বিশ্বে রাষ্ট্রীয়ভাবে আদিবাসী দিবস পালিত হলেও বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপনের কোনো আয়োজন নেই।

বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা’র লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সদস্য পল্লব চাকমা। লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি  এই বিশেষ দিনে বালাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নিপীড়ন, নিষ্পেষণ ও অধিকারহীন বাস্তবতায় বসবাসকারী ৪৮ কোটির অধিক আদিবাসী জনগণকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং বাংলাদেশে পাহাড় ও সমতলের বসবাসকারী ৪০ লক্ষাধিক আদিবাসী জনগণের টিকে থাকার লড়াইয়ে শাণিত করার জন্য এবং তাদের মধ্যেকার ঐক্য ও সংহতি সুদৃঢ়করণে আদিবাসী তরুণদের আরও অধিকতর ভূমিকা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি অজয় এ মৃ’র সমাপনী বক্তব্যের পরে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীর পর বিকালে বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করেন সাওতাঁলী ব্যান্ড সেঙেল, গারো ব্যান্ড দি রাবুগা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাহাড়ী আদিবাসী শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সংস্কৃতি সংসদ। এর আগে আদিবাসী দিবসকে সামনে রেখে বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে গত ৬ আগস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে পাহাড় বনাম সমতলের আদিবাসীদের মধ্যেকার এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

চট্টগ্রাম: গত ৯ আগস্ট ২০২৫, চট্টগ্রামের প্রেসক্লাব ভবনের জুলাই স্মৃতি হলে বাংলাদেশ আদিবাসী ফোরাম, চট্টগ্রাম অঞ্চল কর্তৃক আন্তর্জাতিক আদিবাসী ২০২৫ উপলক্ষ্যে এক আলোচনা সভা, র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি সৌরভ চাকমার সঞ্চালনায় এবং বাংলাদেশ আদিবাসী ফোরাম, চট্টগ্রাম অঞ্চলের সদস্য অনিল বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন লেখক, কবি ও সাংবাদিক আবুল মোমেন লেখক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক হাফিজ রশিদ খান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-ক্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম জেলার সভাপতি তাপস হোড়, বাংলাদেশ কমিউননিস্ট পার্টির চট্টগ্রামের নেতা নুরুচ্ছফা ভূঁইয়া, ঐক্য ন্যাপের চট্টগ্রামের যুগ্ন সাধারণ সম্পাদক পাহাড়ী ভট্টাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মহিউদ্দিন মাহিম, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোশরেকা অদিতি হক, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা, বাসদ চট্টগ্রামের ইনচার্জ আল কাদের জয়সহ বিভিন্ন প্রগতিশীল সাংবাদিক, ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে রঁদেভূ শিল্পীগোষ্ঠী, বম স্টুডেন্ট এসোসিয়েশন, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল, বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাঙ্গামাটি: আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উদযাপন কমিটি কর্তৃক গত ৯ আগস্ট ২০২৫ রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৫ উপলক্ষ্যে এক সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে ২৯৯নং পার্বত্য রাঙ্গামাটি সংসদীয় আসনের সাবেক সাংসদ শ্রী ঊষাতন তালুকদার এবং উদ্বোধক হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি শ্রী শিশির চাকমা উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য শ্রীমতি নিরুপা দেওয়ান। সমাবেশে আরও সংহতি বক্তব্য রাখেন থুয়াইসাপ্রু খিয়াং, আশীষ আসাম, ক্যাচিংনু মারমা, বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা, নিকোলাই পাংখোয়া প্রমুখ।

 

সমাবেশের শুরুতে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি শ্রী শিশির চাকমা এবং এরপররই মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়।

বান্দরবান: আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি কর্তৃক আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যত গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ প্রতিপাদ্যকে নিয়ে ঐতিহাসিক রাজার মাঠে গণসংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে গত ৯ আগস্ট বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

বিশিষ্ট আদিবাসী চলচ্চিত্র পরিচালক ডা: মংউষাথোয়াই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সাহিত্যেক এহসান মাহমুদ, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য দীপায়ন খীসা, লেখক ও সাহিত্যেক এহসান মাহমুদ, আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক সুচিত্রা তঞ্চঙ্গ্যা, আইনজীবী উবাথোয়াই মারমা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক সভাপতি সুমন মারমা, বম জাতির প্রতিনিধি সাবেক ছাত্রনেতা জেমস লালথারঙাক বম প্রমুখ।

মধুপুর:  টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ পালিত হয়েছে । জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদসহ গারো ও কোচ সম্প্রদায়ের আয়োজিত ৭ টি সংগঠনের উদ্যোগে এ দিবস উদযাপন ঘিরে ছিল র‌্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে পীরগাছা এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সেন্ট পলস হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করেন গারো নেতা ইউজেন নকরেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থিউফিল নকরেক, এবং উদ্বোধন ঘোষণা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন- গারো লেখক ড. গ্রেনার নকরেক, গারো নারী সংগঠক এবং  আচিকমিচিক সোসাইটির সভানেত্রী সুলেখা ম্রং, গারো আইনজীবি জন জেত্রা, টাঙ্গাইল বিভাগীয় বনকর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন, গারো শিক্ষক এপ্রিল পল মৃ, অবসরপ্রাপ্ত কোচ দায়রা জজ জগদীশ চন্দ্র বর্মন, মধুপুর থানার ওসি এমরানুল হক, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার প্রমুখ। পরে বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৃত্য প্রদর্শন করা হয়।

দিনাজপুর: গত ৯ আগস্ট ২০২৫, দিনাজপুরে আদিবাসী নারী শক্তি মঞ্চ ও আদিবাসী নারী পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৫ উপলক্ষ্যে র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আদিবাসী নারী শক্তি মঞ্চ দিনাজপুর সদর শাখার সভাপতি শিবানী উড়াও-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাগদালেনা সরেন, দিনাজপুর সদর আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সহ-সভাপতি রুনু মিনজী, নীলফামারী জেলার সৈয়দপুর সেন্ট জেরোজা স্কুলের সহকারী শিক্ষক মানিক মুরমু, আদিবাসী নারী পরিষদ কেন্দ্রীয় শাখার সভাপতি বাসন্তি মুুর্মু, আদিবাসী নারী শক্তি মঞ্চ দিনাজপুর সদর শাখার সহ-সভাপতি সুমিত্রা বেসরা, আদিবাসী নারী শক্তি মঞ্চ কেন্দ্রীয় শাখার সভাপতি রানী হাসদা, বাংলাদেশ আদিবাসী সমিতির সভাপতি বিশ্বনাথ সিং, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের মনিরুজ্জামান জুয়েল, আদিবাসী নেত্রী রেখা হাসদা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসী জাতিসত্তার জীবনধারা, মৌলিক মানবাধিকার, ভাষা ও সংস্কৃতি, আত্মনিয়ন্ত্রণাধিকার সম্পর্কে সদস্য রাষ্ট্র, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সম্প্রদায়, নাগরিক সমাজ, গণমাধ্যম, সংখ্যাগরিষ্ঠ জনগণ সবাই আরও বেশি সচেতন হবেন, সংবেদনশীল হবেন।

আদিবাসী নারী শক্তি মঞ্চ কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক কৃষ্ণা প্রিয়া মুর্মুর সঞ্চালনায় আলোচনার শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর পূর্বে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা: আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উপলক্ষ্যে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের সাতানা আলোর ঘর স্কুল মাঠে এ উপলক্ষে আলোচনা সভা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনে সকালে সাঁওতাল নারী-পুরুষরা ঐতিহ্যবাহী পোশাক পরে বাদ্যযন্ত্রসহ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী নেত্রী লক্ষ্মী মুর্মু। বক্তব্য রাখেন,  গাইবান্ধায় পরিবেশ আন্দোলনের সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, গাইবান্ধায় আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, সাংস্কৃতিক কর্মী মানিক বাহার, নারী নেত্রী নাজমা বেগম, আদিবাসী নেতা গৌড় চন্দ্র পাহাড়ি, সুশীল টপ্য, ইয়্থু অতীত সরেন ও আরিনা টপ্য প্রমুখ।

বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের সার্বিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। তারা সাংবিধানিক স্বীকৃতি, অধিকার প্রতিষ্ঠা, সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন এবং ভাষা ও সংস্কৃতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানান।

এছাড়াও নাটোর পাবনা, সাতক্ষীরার শ্যামনগর, সিলেট, মৌলভীবাজার, শেরপুর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটির বাঘাইছড়ি, বান্দরবানের থানচি, খাগড়াছড়ি প্রভৃতি এলাকায় আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ অত্যন্ত তাৎপর্য্যপূর্ণভাবে আয়োজন করা হয়েছে।

Back to top button