জাতীয়

দুই ত্রিপুরা শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদে শুক্রবার আদিবাসী সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ

সীতাকুন্ড উপজেলা সদরে মহাদেবপুর ত্রিপুরা পাড়ায় দুই আদিবাসী শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ। আগামী ২৫ মে শুক্রবার সকাল ১০ টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হবে। লিংক: https://www.facebook.com/events/256440674926578/

গত ১৮ মে সীতাকুন্ডের মহাদেবপুরের ত্রিপুরা পাড়ায় ধর্ষণ ও হত্যার শিকার হয় শুক লতি ত্রিপুরা ও ছবি রানী ত্রিপুরা। জানা যায় বাবা-মা জুমে যাবার পর আবুল হোসেন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে বাড়িতে ঢুকে পড়ে। ধর্ষণ করে এবং ধর্ষণের পর দুইজনকে একই রশিতে ঝুলিয়ে হত্যা করা হয়।

আদিবাসী সংগ্রাম পরিষদের আয়োজিত সেই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে সংহতি বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ,ছাত্র,বুদ্ধিজীবি ও বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

Back to top button