দিনাজপুরে দু’টি মন্দিরে প্রতিমা ভাঙচুর
দিনাজপুরের সদরে দু’টি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। দিনাজপুর সদরের ফুলতলা শ্মশানঘাটের কালী মন্দির ও মাশিমপুর দুর্গা পূজা মন্দিরে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে প্রথমে শ্মশানকালী মন্দিরে ও পরে মাশিমপুর দুর্গা পূজা মণ্ডপে প্রতিমাগুলোর মাথা কেটে পালিয়ে যায় বাপ্পি শাহারিয়ার নামের এক ব্যক্তি। সকালে খবর পেয়ে সদরের কশবা হামজাপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, বাপ্পি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিল। সেই সময় তার মানসিক অসুস্থতা দেখা দিলে চাকরি থেকে অবসর দেওয়া হয়।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য ইকবালুর রহিম, দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও পুলিশ সুপার হামিদুল আলম।
দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয় সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম জানান, এটি উগ্র মৌলবাদীদের কাজ। পুলিশ প্রশাসনকে বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।