দিনাজপুরে আদিবাসীর জমি দখলের ষড়যন্ত্র
সদর উপজেলায় আদিবাসী শ্যাম উড়াও’র ২ একর ৬১ শতক জমি ভুমিদস্যুরা দখল করার ষড়যন্ত্র করছে। দিনাজপুর কোতয়ালী থানার এজাহার সূত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নে খামার কান্তবাগ মৌজায় দিনাজপুর শহরের রাজবাড়ী মহল্লার আদিবাসী শ্যাম উড়াও’র ২ একর ৬১ শতক জমি পারিবারিক অস্বচ্ছলতার কারণে উপ-শহর এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের নিকট আম মোক্তার নামা দলিলের মাধ্যমে চাষাবাদ করার ক্ষমতা প্রদান করেন। সিরাজুল ইসলাম মারা গেলে উক্ত দলিল শর্ত অনুযায়ী বাতিল হয়ে যায়।
ফলে আদিবাসী শ্যাম উড়াও উক্ত জমিতে চাষাবাদ করতে গেলে মৃত সিরাজুল ইসলামের পরিবারের ভূমিদস্যুগংরা মোছা. রাশিদা বেগম, মো. আলম, মো. দেলোয়ার, মহসেনা বেওয়া, আফেজা বেওয়া, মোছা, গোলাপী বেগম, মোছা. রাশেদা দুলি, মোছা. লাবনী, নূর ইসলামসহ আরো অজ্ঞাতনামা কিছু লোক ছোরা, লোহার রোড, বটি, লাঠি, নিয়ে বাধা সৃষ্টি ও হুমকি প্রদান করে। কোতয়ালী থানায় শ্যাম উড়াও অভিযোগ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে কোতয়ালী থানায় এজাহার ও ইউনিয়ন চেয়ারম্যানসহ শালিশ বৈঠকে তারা জমি ছাড়ার অঙ্গীকার করলে কি এক অজ্ঞাত কারণে জমি দখলের পায়তাড়া করছে। আদিবাসী শ্যাম উড়াও এ ব্যাপারে পুলিশ সুপারের নিকট বিচার চেয়ে আবেদন করেছে।
তথ্যসূত্রঃ newsg24.com