দিনাজপুরের ঘোড়াঘাটে আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
আইপিনিউজ ডেক্স(ঢাকা): দিনাজপুরের ঘোড়াঘাটে এক আদিবাসী কিশোরী (১৮) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে মোঃ নূর ইসলাম উজ্জল(২৬) নামের এক যুবককে ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে থানা পুলিশ। ওই যুবক উপজেলার বেলওয়া, ছয়ঘাটি গ্রামের আজিজার রহমানের ছেলে।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বেলওয়া ছয়ঘট্টি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
কিশোরীর মা’র দায়ের করা মামলার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই কিশোরী ভোটার হওয়ার জন্য ঢাকা থেকে ওই দিন মঙ্গলবার সকাল নয় টায় নিজ গ্রামে আসে।পরে ভোটার হওয়ার জন্য দুপুরে ২নং পালশা ইউনিয়ন পরিষদের দিকে রওনা দেয়। পথিমধ্যে দুই জন দুর্বৃত্ত ফাঁকা রাস্তায় একা পেয়ে ওই কিশোরীকে মুখ বেঁধে রাস্তার পাশে ধানের জমিতে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। ওই কিশোরী বাড়িতে এসে তার মাকে ঘটনা জানালে পরে তা এলাকায় জানাজানি হয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাকে শারীরিক পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। দুইজনের নাম উল্লেখ করে তার মা একটি মামলা রুজু করেছেন। ঘটনার সাথে জড়িত এক জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অন্যজনকে আটকের জন্য অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামিকে আজ বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।