জাতীয়

থানচিতে এক খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে রুমায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আইপিনিউজ ডেস্ক (বান্দরবান): বান্দরবানের থানচি উপজেলায় এক খেয়াং নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রুমা উপজেলার আদিবাসী ছাত্র সমাজ ব্যানারে আজ ৬ মে ২০২৫ এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

২নং রুমা সদর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মংমিন মার্মার সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের রুমা শাখার সভাপতি রিপন ত্রিপুরা, রুমা ত্রিপুরা সমাজের প্রতিনিধি জন ত্রিপুরা, আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য মংশৈপ্রু খিয়াং। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মারমা কেন্দ্রীয় যুব-সমাজের প্রতিনিধি  উক্যচিং মার্মা।

সমাবেশে রিপন ত্রিপুরা বলেন, বাংলাদেশে একজন নাগরিক হিসেবে আমরা অধিকার এবং স্বাধীনতা নিয়ে বাঁঁচবো। কিন্তু আমরা বর্তমান পরিস্থিতি অনুযায়ী নিজ এলাকায় অবস্থান করলেও নিরাপত্তাহীনতা অনুভব করছি। তিনি থানচিতে সংঘটিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মংশৈপ্রু খিয়াং বলেন, আমরা আদিবাসীরা কোন অবস্থানে আছি বা কি অবস্থায় আছি কিংবা কোথায় কি সুযোগ পাচ্ছি অনেকেই জানেনা। ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর জনসংহতি সমিতি এবং বাংলাদেশ সরকার সাথে রাজনৈতিক উপায়ে শান্তিচুক্তি হয়েছিলো। কিন্তু চুক্তি হওয়ার পরও আদিবাসী মেয়ে কল্পনা চাকমা থেকে শুরু করে শত শত হাজার হাজার জুম্ম আদিবাসী নারীকে ধর্ষণ এবং গুম করা হয়েছে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন না করে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এ ধরণের ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটছে বলেও উল্লেখ করেন।

Back to top button