ঢাবি’র ডিনস কমিটির সিদ্ধান্তঃপার্বত্যাঞ্চলের ঐতিহ্যবাহী উৎসবের সময় পরীক্ষা গ্রহণ করা হবে না

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী উৎসবের সময় পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়েছে ডিনস কমিটি। গত ১৩ মার্চ, ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং ডিনস কমিটির ০৬-০৩-২০২৫ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের যে বিভাগে/সেমিস্টারে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নৃ-গোষ্ঠী শিক্ষার্থী অধ্যয়নরত আছে, উৎসব চলাকালীন (১২ থেকে ১৬ এপ্রিল তারিখ পর্যন্ত) সে বিভাগ/সেমিস্টারে পরীক্ষা গ্রহণ না করার জন্য সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইন্সটিটিউটের পরিচালককে অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব সাংক্রান-চাংক্রান-বিহু-বিষু-বৈসু-সাংগ্রাই-বিঝু উপলক্ষ্যে ১২ থেকে ১৬ এপ্রিল তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা না রাখার জন্য গত ০২ মার্চ ২০২৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের সাংস্কৃতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যা আইপি নিউজকে বলেন, গত ২ মার্চ আমরা জুম্ম শিক্ষার্থী পরিবার মাননীয় উপাচার্যের সাথে সাক্ষাৎ করি ও স্মারকলিপি প্রদান করি। আমাদের দাবি ছিল, ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ক্লাস-পরীক্ষা না রাখার জন্য। উপাচার্য মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেন যে, ছুটির ব্যবস্থা করতে না পারলেও অন্তত ওইদিনগুলোতে যেন কোন ধরনের একাডেমিক পরীক্ষা না থাকে সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্ব দিয়ে দেখবে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই সুন্দর সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই এর পাশাপাশি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন ছুটির বিষয়টি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে এই দাবিও জানাই।