ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের নবীন বরণ অনুষ্ঠিত
“চেতনায় অবিরাম শেকড়ের টান”- স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জুম্ম শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে গত ১৬ নভেম্বর, শনিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের উদ্যোগে পাহাড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাতে এ আয়োজন করা হয়।
দিনব্যাপী নবীন বরণের এ আয়োজনের প্রথম ভাগে নবীনদের দিকনির্দেশনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী শান্তিময় চাকমার সঞ্চালনায় ও ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. নেপাল চন্দ্র রায়, পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতিস্বী চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নিপন ত্রিপুরা, অমর শান্তি চাকমা ও প্রিয়জ্যোতি ত্রিপুরা। সভায় আগত অতিথিরা নবীন শিক্ষার্থীদের উপদেশ, দিক-নির্দেশনা ও অনুপ্রেরনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে মধ্যাহ্নভোজনের পরপরই র্যাফেল ড্র ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যৌথভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রিয়ন্তী ত্রিপুরা ও জয়া দেওয়ান। গান পরিবেশন করেন নু শিং মে মারমা, অর্জন চাকমা, উ চ থোয়াই মারমা, নেভাই খুমী, মৈত্রীপূর্ণা চাকমা, মলয় ত্রিপুরা, অং সিং শোয়ে এবং নৃত্য পরিবেশনা করেন লিনা সিনহা, টিং টিং উ রাখাইন, সায় মে চিং, ক্য থিন মারমা।