ঢাকা কলেজে আদিবাসী শিক্ষার্থীদের নবীন বরণ

‘হে নবীন এসো আলোর মিছিলে’ এই স্লোগানে ২০ জন আদিবাসী শিক্ষার্থীকে বরণ করলেন আদিবাসী ছাত্র সংগঠন ঢাকা কলেজ। সংগঠনের সভাপতি নাঈম হাজং এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুচপ্রু মারমার সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক মমিমা বেগম এবং বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ।
আদিবাসী ছাত্র সংগঠন ঢাকা কলেজের সভাপতি নবীনদের উদ্দেশ্যে বলেন, আমরা আদিবাসী এই প্রিয় প্রাঙ্গণে আমাদের অনেক সুনাম রয়েছে, এই সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে। পড়াশোনার পাশাপাশি জাতি সমাজ ও দেশ গঠনে সকলকে কাজ করার আহবান জানান এই আদিবাশী ছাত্র নেতা।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক মমিমা বেগম বলেন, তোমরা আদিবাসীরা অনেক কষ্ট করে ঢাকায় পড়াশোনা করতে এসেছ তাই ভালো ভাবে পড়াশোনা করে অনেক বড় হতে হবে। তোমাদের প্রতি বিশ্বাস আছে তোমরা অনেক দূর এগিয়ে যেতে পারবে। তোমরা যে জাতিগোষ্ঠী ও অঞ্চল থেকে এসেছ সেই শেকড়ের প্রতি তোমাদের দায়িত্ব পালনের জন্য নিজেদের প্রস্তুত কর।
বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ বলেন, পাহাড় সমতলের প্রত্যন্ত এলাকা থেকে কত সংগ্রাম করে আমরা আদিবাসী ছাত্রছাত্রীরা ঢাকায় পড়াশোনার জন্য আসি। ঢাকায় এসে আমরা যাতে আমাদের শেকড়কে ভুলে না যাই। আমরা যারা ছাত্র, আমাদের দিকে জাতি এবং সমাজ তাকিয়ে আছে। সমাজ ও জাতির যেকোন ক্রান্তিলগ্নে আমাদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। আমাদের উপর সকল ধরনের নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আলোর মিছিলের পাশাপাশি মুক্তির মিছিলেও সামনের সারিতে সামিল হওয়ার আহবানও জানান এই ছাত্রনেতা।


