জাতীয়

ঢাকা আদিবাসী পরিষদের আহ্বায়ক কমিটি গঠনঃ নেতৃত্বে হরেন-বিভূতী

আইপিনিউজ ডেক্স(ঢাকা): উত্তরবঙ্গের আদিবাসীদের সংগঠন জাতীয় আদিবাসী পরিষদের বৃহত্তর ঢাকা অঞ্চলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবস্থিত ফোক সেন্টারে এক কর্মীসভায় এ কমিটি গঠিত হয়। এতে হরেন্দ্রনাথ সিং আহ্বায়ক ও বিভূতী ভূষণ মাহাতো সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া ১৫ সদস্যের কমিটিতে অলি কুজুর ও বিশুরাম মুর্মু যুগ্ম-আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন।

উক্ত কর্মী সভায় জাতীয় আদিবাসী পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হরেন্দ্রনাথ সিংয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জনউদ্যোগ জাতীয় কমিটির সদস্য সচিব তারিক হোসেন মিঠুল, যুব ইউনিয়নের কেন্দ্রীয় নেতা সিয়াম সারোয়ার জামিল, আদিবাসী ছাত্র পরিষদের সহ-সভাপতি সুমিতা রবিদাস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কমিটির সাবেক সভাপতি পরিমল মাহাতো, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সাবেক সহ-সভাপতি সুরতি সিং, সাবেক সাধারণ সম্পাদক উজ্জল মাহাতো প্রমুখ।

সভায় বক্তারা বলেন, “আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের সংগ্রাম এগিয়ে নিতে হবে।” এজন্য আদিবাসীদের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বানও জানান তারা।

 

Back to top button