জাতীয়
ঢাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে শুক্র ও শনিবার

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিদেশি অতিথিদের চলাচলের সময় শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভিভিআইপিদের চলাচলের জন্য ২৬ ও ২৭ মার্চ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত এবং কিছু কিছু সময়ের জন্যে বন্ধ থাকবে।”
নগরবাসীর সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার আবু সালেহ মোহাম্মদ রায়হান সবাইকে ট্রাফিক নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ জানিয়েছেন।