ঢাকায় গারো তরুণী ধর্ষনের চেষ্টাঃ এক বাঙ্গালী যুবক আটক
১৩ আগস্ট বিকেল ৪:৩০ নাগাদ ঢাকার উত্তর বাড্ডায় এক গারো তরুনীকে বাঙ্গালী যুবক দ্বারা ধর্ষনের চেষ্টার খবর পাওয়া গেছে। এ ঘটনায় রাত ১১:৩০ নাগাদ বাড্ডা থানায় শ্লিলতাহানীর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনার শিকার গারো তরুনী ঢাকার ফার্মগেটে একটি বিউটি পার্লারে কাজ করেন। দুদিন আগে তাঁর বাবার মৃত্যু হওয়ায় পার্লার থেকে কয়েকদিনের ছুটি নিয়েছেন। ছুটি শেষ না হওয়ায় তাঁর বড় বোনের উত্তর বাডার গুপিপাড়ার বাসায় অবস্থান করছিলেন। বিকেলে গোসল করতে গেলে এক অচেনা বাঙ্গালী যুবক জোড়পুর্বক তাঁকে ধর্ষনের চেষ্টা করে।
ঘটোনার সময় তরুণীর চিৎকারে আশেপাশের গারো যুবক গিয়ে তরুনীকে উদ্ধার এবং বাঙ্গালী যুবককে হাতেনাতে ধরতে সক্ষম হন। পরে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর নেতাকর্মীরা যুবককে বাড্ডা থানায় নিয়ে যান। বাড্ডা থানায় দীর্ঘ সময় অবস্থান করার পর রাত ১১:৩০ নাগাদ এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে বলে জানা গেছে।