ঢাকায় গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা চলছে
২রা ডিসেম্বর; ঢাকাঃ রাজধানীর ফার্মগেট এলাকার বটমলী অরফানেজ টেকনিক্যাল স্কুল প্রাঙ্গনে সকাল ১০ টায় “ঢাকা ওয়ানগালা-২০১৬” শুরু হয়েছে। ঢাকা ওয়ানগালা-২০১৬ এর নকমা সৌরিন আরেং সেং মান্দিদের বাদ্যযন্ত্র দামা বাজিয়ে ওয়ানগালার উদ্বোধন করেছেন।
উদ্বোধনের পর স্বাগত নাচ “প্রসেশন” এর মাধ্যমে আগত অতিথি এবং গারোদের উপগোত্রের প্রতিনিধিদের স্বাগতম জানানো হয়। এরপর গারোদের ১১ টি গোত্রের প্রতিনিধিরা অস্থায়ী বেদীতে বছরের নতুন ফসলের নৈবদ্য উৎসর্গ করেন।
দিনব্যাপী এই আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান আয়োজন থাকবে বলে জানিয়েছেন ঢাকা ওয়ানগালার নকমা সৌরিন আরেং সেং।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য জুয়েল আরেং, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল , প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধক্ষ্য রেমন্ড আরেং, ঢাকা ওয়ানগালার সাবেক নকমা শৈবাল সাংমা, দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি বাবু মার্কুজ গমেজ, দি মেট্রোপলিটান খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং এর সভাপতি আগস্টিন পিউরিফিকেশন সহ আরও অনেকে উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
এই রিপোর্ট লেখার সময় ওয়ানগালার সাংস্কৃতিক কমিটির সাংস্কৃতিক পরিবেশনা চলছে।