শিল্প ও সংস্কৃতি

ঢাকায় উদযাপিত হচ্ছে গারোদের অন্যতম প্রধান উৎসব ওয়ানগালা

আগামী ৬ই ডিসেম্বর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে উদযাপিত হচ্ছে গারোদের প্রধান উৎসব ওয়ানগালা। ঢাকায় আয়োজিত ওয়ানগালাগুলোর মধ্যে এবছরের শেষ ওয়ানগালা এটি।

ফার্মগেইট-মোহাম্মদপুরবাসী মান্দি (গারো) আদিবাসীদের উদ্যোগে মূলত আয়োজিত হয় এই ওয়ানগালা। ঢাকা ওয়ানগালা ২০২৪-এর এবারের নক্‌মা অন্ত ঘাগ্রা এবং নক্‌মামিচি প্রভা বেবী হাদিমা। 

ঢাকা ওয়ানগালা ২০২৪–এ সকলকে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে নক্‌মা অন্ত ঘাগ্রা এবং নক্‌মামিচি প্রভা বেবী হাদিমা তাদের আমন্ত্রন বার্তায় জানান, “এটি ঢাকায় বসবাসরত গারো আদিবাসীদের সবচেয়ে পুরাতন ও আদি ওয়ানগালা। প্রাচীনকালে জুমচাষ ভিত্তিক কৃষি নির্ভর গারো জাতিগোষ্ঠী তাঁদের কৃষি বর্ষের সর্বশেষ, সর্বপ্রধান ও সর্ববৃহৎ অনুষ্ঠান ও আনন্দোৎসব ‘ওয়ানগালা’ পালন করতো। তাঁরা তাঁদের স্রষ্টা তাতারা রাবুগাকে সকৃতজ্ঞ ধন্যবাদ জানাতো সবকিছু দানের জন্য, দেবতা মিসি সালজংকে ধন্যবাদ দিত শস্যবীজ উপহারের জন্য, আর দেবী কিরি রক্ষিমকে প্রণতি জানাতো তাঁর সদয় উপস্থিতির মাধ্যমে ক্ষেতে প্রচুর পরিমাণে ফসল ফলনে সাহায্য করার জন্য। ক্ষেতের প্রথম ফসল ঘরে তোলার সময় বছরের শেষের দিকে নকমা (গ্রামপ্রধান)-র নেতৃত্বে গ্রামের সবাই একত্রিত হয়ে এই উৎসব পালন করতো।”

তাঁরা আমন্ত্রণ বার্তায় আরও জানান, “ঢাকায় বসবাসরত গারো জনগোষ্ঠী তাদের সেই অতীত ঐতিহ্য ও বিশ্বাসকে স্মরণ করে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে বিগত ১৯৯৪ খ্রিষ্টাব্দ হতে প্রতি বছর ঢাকা মহানগরীতে ‘ওয়ানগালা’ উৎসব প্রতীকী হিসেবে পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় এই বছরও বর্ণাঢ্য র‍্যালি, আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানান রকমের জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হবে।” 

ঢাকা ওয়ানগালা ২০২৪ এর অনুষ্ঠানসূচি

এছাড়াও ঢাকা ওয়ানগালা ব্যানারে ঢাকায় কালাচাঁদপুরবাসী আদিবাসী মান্দিদের এবং গারো ওয়ানগালা নামে বাড্ডায় বসবাসরত মান্দি আদিবাসীদের উদ্যোগে প্রতিবছর ঢাকায় আরো দুটি ওয়ানগালা উদযাপিত হয়। 

ঢাকা ছাড়াও বিভাগীয় শহর ময়মনসিংহ ও চট্টগ্রামে উদযাপিত হয়ে আসছে ওয়ানগালা। এ বছর রাজশাহীতে প্রথমবারের মতো উদযাপন করা হবে গারোদের অন্যতম প্রধান উৎসব ওয়ানগালা।

Back to top button