আঞ্চলিক সংবাদ

ডেঙ্গুতে রুমা উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে বান্দরবানের রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মার্মার স্ত্রী ডমেচিং মার্মা (বেবি) মারা গেছেন। বৃহস্পতিবার ভোর ৫টার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, রুমা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী ডমেচিং গত ১০ সেপ্টেম্বর ডেঙ্গু রোগে আক্রান্ত হলে প্রথমে তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের সিএসসিআর ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

এ বিষয়ে রুমা ইউএনও কার্যালয়ের অফিস সহকারী মিটু দাশ বলেন, তিনি বৃহস্পতিবার সকালে মারা যাওয়ার পর লাশ চট্টগ্রাম থেকে বান্দরবানে নিয়ে আসা হচ্ছে।

প্রসঙ্গত, বান্দরবান পার্বত্য জেলায় এই প্রথম কোন ডেঙ্গু রোগী মারা গেলেন।

Back to top button