আন্তর্জাতিক

জিম্বাবুয়েতে ভয়াবহ ঘূর্ণিঝড়, নিহত ৩১, নিখোঁজ ৪০

জিম্বাবুয়েতে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ইদাই’ এর আঘাতে অন্তত ৩১ জনের প্রাণহানি ঘটেছে। এতে নিখোঁজ রয়েছে ৪০ জনের বেশি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার এই তথ্য জানানো হয়।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ইদাই পাশ্ববর্তী দেশ মোজাম্বিক ও মালাওয়িতে শুরু হয়। এরপর এটি আরও শক্তিশালী ও তীব্রতর হয়ে শুক্রবার (১৫ মার্চ) জিম্বাবুয়েতে আঘাত হানে।

ঘূর্ণিঝড়ের আঘাতে দেশটির অনেক এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন ও প্রধান ব্রিজগুলো বন্যায় তলিয়ে গেছে।

দেশটিত চিমানিমানি জেলার সংসদ সদস্য জশু সাক্কো গতকাল (শনিবার) এএফপি-কে বলেন, ‘যত দূর জানা গেছে এতে ১০০ জনেরও বেশি লোক নিখোঁজ হয়েছে তাদের অনেকেই মারা গেছে।’

তিনি বলেন, চিনানিমানি শহরের নগানগু পৌর এলাকায় ভূমি ধস হলে প্রায় ২৫ টি বাড়ি ভাসিয়ে নিয়ে যায়। সেখানে জনবসতি ছিল। তারাও এই নিখোঁজদের অন্তর্র্ভুক্ত।

মোজাম্বিকের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন সপ্তাহের শুরুতে মোজাম্বিকে ভারি বৃষ্টিপাত হয়।
তথ্য সূত্র: আল-জাজিরা, এএফপি, রয়টার্স।

Back to top button