অন্যান্য
জাতীয় সংসদের ১৫তম অধিবেশন বসছে বিকেলে

করোনা স্বাস্থ্যবিধি মেনে আজ রবিবার (১৪ নভেম্বর) বসছে একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন। বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে।
ষাট দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা পুরণে এ অধিবেশন আহবান করা হয়েছে। ফলে এ অধিবেশন আজ শুরু হয়ে মাঝে মুলতবি দিয়ে ২৫ অথবা ২৬ নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে সংসদ সচিবালয় থেকে জানা গেছে।