জাতীয় নাগরিক কমিটির মধুপুর প্রতিনিধি কমিটিতে সদস্য হলেন ৭ আদিবাসী তরুণ
জাতীয় নাগরিক কমিটির মধুপুর উপজেলার প্রতিনিধি কমিটির ৫৫ সদস্যর মধ্যে স্থান করে নিয়েছে মধুপুর আবিমার ৭ জন আদিবাসী তরুন। কমিটিতে আদিবাসী ৭ জন সদস্য হলেন– জাডিল মৃ, শোভন মং, সঞ্জীব কুমার কোচ, সঞ্জয় বর্মণ, ইব্রীয় ম্রং, তুষার মাঝি ও বিনয় নকরেক।
জাতীয় নাগরিক কমিটির ঢাকা রাইজিং কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা সদর উপজেলা ও মধুপুর উপজেলায় যথাক্রমে ৩৬ ও ৫৫ প্রতিনিধি বিশিষ্ট উপজেলা প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় নাগরিক কমিটির সদস্য অলিক মৃ’র সুপারিশক্রমে কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন এই কমিটির অনুমোদন করেন। এই কমিটি জুলাই অভ্যুত্থান চলাকালীন টাঙ্গাইলে শহীদ হওয়া ভাই ও বোনদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে কাজ করে যাবে।
উপজেলা পর্যায়ে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটিতে আদিবাসীদের প্রতিনিধিত্ব করা এবং সামনের পদক্ষেপ নিয়ে জানতে চাইলে জাডিল মৃ আইপিনিউজকে বলেন, “জাতীয় নাগরিক কমিটি জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে। নাগরিক কমিটির অন্যতম লক্ষ্য বাংলাদেশে রাজনৈতিকভাবে সচেতন নাগরিক গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নে সেন্ট্রাল কমিটি, বিভাগীয় কমিটি, জেলা কমিটি এবং উপজেলা কমিটি করা হচ্ছে। এই প্রক্রিয়াতে সেন্ট্রাল ভাবে বলা আছে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি নিশ্চিত করার জন্য। যাতে করে সকল জাতি গোষ্ঠী এক হয়ে কাজ করতে পারে। শুধু বাঙালিরায় নয়, যেন অন্যান্য জাতিসমূহও তাদের অধিকার সম্বন্ধে আরও সচেতন হয়।”
জাডিল মৃ আরও বলেন, “আদিবাসী জনগোষ্ঠীর মাঝে আরও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের এই সম্পৃক্ততা। ভবিষ্যতে যেন আদিবাসীরা আরও শক্ত জায়গায় দাঁড়াতে পারে। জাতীয় নাগরিক কমিটি চায় সর্বোচ্চ পর্যায়ে সকলের অধিকার নিশ্চিতকরণ ও রাষ্ট্রের সকল বৈষম্যের বিলোপ। আমরা আমাদের জায়গা থেকে আমাদের অধিকারের কথা বলবো, নিশ্চিত করবো যাতে আমাদের কথাগুলো সঠিক জায়গায় পৌঁছায় এবং আমাদের মধুপুরের আদিবাসীদের চাওয়া পাওয়ার যেন প্রতিফলন ঘটে।”