আঞ্চলিক সংবাদ

জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

অপূর্ব কুমার সিং,পাবনা: পাবনজাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা কমিটির কর্মী সম্মেলন গতকাল ০৯ মে সোমবার সকাল ১১টায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত “শেখ রাসেল শিশু পার্ক” এ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কমিটির প্রচার-প্রকাশনা সম্পাদক ও পাবনা জেলা কমিটির সভাপতি রামপ্রসাদ মাহাতো”র সভাপতিত্বে এবং পাবনা জেলা শাখা”র সাধারণ সম্পাদক আশিক চন্দ্র বানিয়াস এর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ লাকড়া, পাবনা জেলা শাখা”র সহ-সভাপতি সুবল সিং, সাংগঠনিক সম্পাদক শ্রী চন্ডি কুমার বাগদী , দপ্তর সম্পাদক অনিল বাগদী, লালপুর উপজেলার সাধারণ সম্পাদক কাজল কুমার বাগদী, ঈশ্বরদী উপজেলার সভাপতি মদন কুমার দাস, সুজানগর উপজেলার আহ্বায়ক মানিক কুমার বাগদী, আটঘরিয়া উপজেলার সহ-সভাপতি শ্যামল চন্দ্র সিং, চাটমোহর উপজেলার সহ-সভাপতি বিনয় চন্দ্র মন্ডল, আদিবাসী ছাত্র পরিষদ পাবনা জেলা শাখা”র সদস্য ও চাটমোহর উপজেলা শাখা”র আহ্বায়ক অপূর্ব কুমার সিং সহ অন্যান্য নেতৃবৃন্দসহ প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মী সম্মেলন ১৮ই মে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি পূরণ সহ ১৬ দফা দাবিতে ডিসি অফিস ঘেরাও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচী সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করে আলোচনা শেষ করা হয়।

Back to top button