আঞ্চলিক সংবাদ
জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা কমিটির বর্ধিত সভাঃ জেলা কমিটি ঘোষণা

গট ৬ সেপ্টেম্বর সকালে দিনাজপুর প্রেস ক্লাব হলরুমে জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিবানী উরাওকে সভাপতি, শিবলাল টুডুকে সাধারণ সম্পাদক ও রাণী হাঁসদাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা কমিটি ঘোষণা করা হয়।
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বাসন্তী মুরমুর সভাপতিত্বে এবং শিবলাল টুডু এর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিচিত্রা তির্কী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ফিলিমন বাস্কে, সাধারন সম্পাদক নরেন চন্দ্র পাহান, সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক টুনু ধরংপুর জেলা সাংগঠনিক সম্পাদক মামুন তুরি, বাসদ দিনাজপুর জেলা সমন্বয়ক কিবরিয়া হোসেন প্রমুখ। এছাড়া দিনাজপুর জেলার সকল উপজেলার আদিবাসী নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
বক্তারা আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিকক স্বীকৃতির দাবি জানিয়ে বলেন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন ও মন্ত্রনালয় গঠন করতে হবে। সারা দেশে আদিবাসী উপর সকল ধরণের নির্যাতন বন্ধ, ভূমি দখল, হত্যার সুষ্ঠ তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। নাহলে আদিবাসীদের সমস্যার সমাধান হবেনা। কান্তনগর মোড়ে তেভাগা সিধু-কানুর মূর্তি পুনরায় নির্মাণ করার দাবিও জানান আদিবাসী নেতৃবৃন্দরা।
বর্ধিত সভায় সর্বসম্মিতিতে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুরে কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। শেষে প্রেসক্লাবে থেকে একটি র্যালি প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।