অন্যান্য
ছাত্র ইউনিয়নের ৩৯তম জাতীয় সম্মেলন শুরু বৃহস্পতিবার
আগামীকাল বৃহস্পতিবার সকালে দেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৩৯তম জাতীয় সম্মেলন শুরু হচ্ছে।
চার দিন ব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও ভাষাসৈনিক এ্যাডভোকেট গোরাম আরিফ টিপু।
সকাল ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখবেন ভাষাসৈনিক-সাংবাদিক কামাল লোহানী, কথাসাহিত্যিক আহমদ রফিক, স্বাধীনতা পদক বিজয়ী অধ্যাপক যতীন সরকার।
সমাবেশের পর একটি শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করবে।
চারদিন ব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার বিকেলে টিএসসিতে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া শনি-রোববার (২৭-২৮ এপ্রিল) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে বলে জানা গেছে।