জাতীয়

ছাত্র ইউনিয়নের ৩৮তম সম্মেলন ২-৫ এপ্রিলঃ ১০ দফা দাবি

“ছাত্র-জনতা ঐক্য গড়, শিক্ষা-সংস্কৃতি রক্ষা কর” এই স্লোগানকে ধারণ করে ২-৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৩৮তম জাতীয় সম্মেলন। আগামীকাল রবিবার, সকাল ১১ টায় অপরাজেয় বাংলার পাদদেশে সম্মেলনের উদ্বোধন এবং বিকাল ৪টায় রাজু স্মারক ভাস্কর্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৩ এপ্রিল টিএসসি মিলনায়তনে সকাল ১১টায় “নয়া উদারবাদী অর্থনৈতিক দর্শনের কবলে শিক্ষা” এ প্রসঙ্গে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সেমিনার। ৪-৫ এপ্রিল ৬০০ কাউন্সিলের উপস্থিতিতে সংগঠনের ৩৮তম কাউন্সিল অনুষ্ঠিত হবে। সম্মেলন থেকে ছাত্র ইউনিয়নের ১০ দফা দাবী উত্থাপন করা হবে।
সংগঠনের সভাপতি লাকী আক্তারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। ৩৮তম জাতীয় সম্মেলনে ৫০১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে। প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনের সহ সভাপতি আবু তারেক সোহেল এবং আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাংগঠনিক সম্পাদক সুমন সেনগুপ্ত। ১৬টি উপপরিষদের মাধ্যমে সম্মেলনের প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি লিটন নন্দী, সহ-সাধারণ সম্পাদক ও ঢাবি সভাপতি তুহিন কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক সুমন সেন গুপ্ত, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক জি এম রাব্বি, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ সভাপতি মশিউর সজিবসহ বিভিন্ন সংসদের নেতাকর্মীরা।
ভারত, শ্রীলংকা, নেপাল, জার্মানি, সিরিয়াসহ বিভিন্ন দেশের ছাত্রসংগঠন ৩৮তম জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করবেন।
লাকী আক্তার দেশের আপামর ছাত্র সমাজকে সর্বাত্মকভাবে ছাত্র ইউনিয়নের সম্মেলনে যোগদানের আহবান জানান।
১০ দফা দাবিসমূহ
১। একই ধারার, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক, সার্বজনীন শিক্ষা চাই।
২। কোচিং-গাইড ব্যবসার বৈধতা বাতিলকর, শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ কর।
৩। ২০১৭ সালের পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িক পরিবর্তন বাতিল কর।
৪। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত কর।
৫। শিক্ষাখাতে জাতীয় আয়ের ৮ ভাগ বরাদ্দ দাও।
৬। ইউজিসি’র ২০ বছর মেয়াদি কৌশলপত্র বাতিল কর, গবেষণায় বরাদ্দ বাড়াও।
৭। জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সকল ক্ষেত্রে শিক্ষার মান বৃদ্ধি কর।
৮। পাবলিক পরীক্ষা হ্রাস কর, প্রশ্নপত্র ফাঁস বন্ধ কর।
৯। সুন্দরবনবিনাশী রামপাল চুক্তিসহ দেশের স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল কর।
১০। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর বিশেষ বিধান বাতিল কর, তনু, আফসানাসহ সকল হত্যা-ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত কর।

Back to top button