‘চানচিয়া’র যুব সেমিনার ২৬-২৭ জুন
ওয়েলসন নকরেক : বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘চানচিয়া’র উদ্যোগে আগামী ২৬-২৭ জুন টাঙ্গাইলের মধুপুর উপজেলার থানারবাইদ গ্রামে রাগেন্দ্র নকরেক স্বাস্থ্য সেবাকেন্দ্র’র মিলনায়তনে দু’দিন ব্যাপী যুব সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে । চানচিয়া’র সমন্বয়ক আন্তনী রেমা সংবাদটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদিবাসীদের অধিকার আদায়ের লড়াইয়ে নানামুখী আন্দোলন দরকার। বিভিন্ন সংগঠন তাদের নিজ নিজ ক্ষেত্র থেকে আন্দোলন করছে। ‘চানচিয়া’ মনে করে, অধিকার আদায়ের এ লড়াইয়ের মূল ভিত্তি বুদ্ধিবৃত্তিক চর্চা । আদিবাসীদের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক সমস্যা থেকে উত্তরণের জন্য বুদ্ধিবৃত্তিক চর্চার বিকল্প নেই । বুদ্ধিবৃত্তিক চর্চার ধারাকে আরও গতিশীল করার জন্যই চানচিয়া’র এই আয়োজন । “বুদ্ধিবৃত্তিক চর্চাই সমাজের মুক্তির পথ ” এই মূলসুরকে ধারণ করে অনুষ্ঠিত হতে যাওয়া সেমিনারে প্রধান বক্তা হিসেবে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং’র উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য দিবেন জনপ্রিয় কন্ঠশিল্পী কফিল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক দীপ্তি দত্ত, অনিত্য মানখিন, আদিবাসী ব্যান্ড ‘মাদল’র ভোকাল শ্যাম সাগর মানখিন প্রমুখ। সেমিনারে বক্তব্য ছাড়াও চলচ্চিত্র এবং গারোদের নিয়ে ডকুমেন্টারী প্রদর্শন করা হবে। সেমিনারের দ্বিতীয় তথা শেষ দিন ২৭ জুন রাতে বিশেষ আয়োজন হিসেবে থাকছে স্থানীয় প্রবীণ শিল্পীদের পরিবেশনায় গারো গীতিনাট্য ‘সেরেনজিং’র আসর। ২৬ জুন বিকাল ৫.০০টায় রেজিষ্ট্রেশন ও অভ্যর্থনার মাধ্যমে শুরু হবে সেমিনার। রেজিষ্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা জমা দিয়ে যেকোনো সংগঠনের সদস্যই সেমিনারে অংশগ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন চানচিয়া’র সমন্বয়কআন্তনী রেমা।