চাকরির খোঁজে ঢাকায় আসা আদিবাসী যুবকের আত্মহত্যা
রাজধানীর কাফরুলের সেনপাড়া এলাকা থেকে আদিবাসী এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম অংহ্লা খৈয়াং (২৮)। রবিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার বিকাল ৪টার দিকে সেনপাড়া পর্বতার ৪৪৮ নং বাসার নিচতলার একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় গলায় গামছা প্যাঁচানো অংহ্লা খৈয়াংয়ের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামের চন্দ্রনাইম থানার উত্তর ডুবাছড়ি বাজার এলাকার সাজাই খৈয়াংয়ের ছেলে অংহ্লা খৈয়াং। চাকরি খোঁজার উদ্দেশ্যে গত ১৬ মার্চ সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় উংসিং মারমার বাসায় আসে সে। রবিবার সকালে তাকে ঘরে রেখে তার বন্ধু ও বন্ধুর দুই ছোট ভাই বাইরে যান। দুপুরে তারা ফিরে এসে দেখেন বাসা ভেতর থেকে বন্ধ।
তখন অনেক ডাকাডাকি করেও কোনও সাড়া পাওয়া যায়নি। পরে জানালা দিয়ে তারা দেখেন ফ্যানের সঙ্গে গামছা দিয়ে অংহ্লা ঝুলে আছেন। মুহূর্তেই থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।