চবিতে শুরু হল এম এন লারমা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩

আইপিনিউজ ডেক্স(ঢাকা): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হল এম এন লারমা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩। গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারী ২০২৩) পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে চবিতে অধ্যয়নরত সকল আদিবাসী শিক্ষার্থীদের মধ্যকার পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সংহতি সুদৃঢ় করার লক্ষ্যে এই ক্রিকেট টুর্নামেন্ট এর শুরু হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পিসিপি’র কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্রনেতা রেং ইয়ং ম্রো। এছাড়াও উপস্থিত ছিলেন পিসিপি, চবি শাখার সভাপতি নবোদয় চাকমা ও সাধারণ সম্পাদক নরেশ চাকমা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমাসহ এযাবৎ শোষিত-নিষ্পেষিত ও অধিকারহারা জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠায় সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে রেং ইয়ং ম্রো বলেন, “মানবেন্দ্র নারায়ণ লারমার চিন্তা-চেতনা ও আদর্শকে আমাদের মনের মধ্যে ধারণ এবং নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পিসিপি, চবি শাখার এই আয়োজন খুবই যুগোপযোগী। আমরা যারা পাহাড় থেকে সমতলে এসে পড়ালেখা করছি, পাহাড়ের বর্তমান দুর্বিষহ অবস্থায়ও যারা শিক্ষা অর্জনে পিছপা হইনি তাদের চেতনায় এম এন লারমার সংগ্রামী আদর্শ লালন করা খুবই জরুরী। এছাড়াও সকলের মধ্যে ভাতৃত্ব বন্ধন এবং পাহাড় ও আদিবাসীদের সমস্যাগুলোতে কীভাবে এক হওয়া যায় সেটা নিয়েও ভাবা দরকার। এই টুর্নামেন্ট এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।”
এছাড়াও নবোদয় চাকমা বলেন, “এই টুর্নামেন্ট শুধুমাত্র খেলার মধ্যে সীমিত নয় বরং এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে ভাতৃত্ব বন্ধন ও ঐক্য সুদৃঢ় রাখার একটা আয়োজন। টুর্নামেন্টের মধ্য দিয়ে আমাদের মধ্যকার পরস্পর সহযোগিতামূলক চেতনা গড়ে উঠুক।”
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বী দল হিসেবে অংশগ্রহণ করে ২০১৯-২০ সেশনের আদিবাসী শিক্ষার্থীদের টিম ‘হিল ফোর্স’ এবং ২০২০-২১ সেশনের টিম ‘বার্গী’। প্রথমে বার্গী টিম ব্যাটিং করে ৬৫ রান টার্গেট দেয় এবং দ্বিতীয় ইনিংসে হিল ফোর্স টার্গেট কৃত রান সম্পন্ন করে জয় লাভ করে। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় হিল ফোর্সের পাকলাং ম্রো।
উল্লেখ্য যে, জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার স্মরণে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে প্রতি বছর মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এই বছরের আয়োজন আজ শুরু হয়। মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর এবারের আসরে সর্বমোট ১৪ টি দল অংশগ্রহণ করছে এবং ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৩ ফেব্রুয়ারী ২০২৩ এ অনুষ্ঠিত হবে।