আঞ্চলিক সংবাদজাতীয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবীন আদিবাসী শিক্ষার্থীদের গেট টুগেদার অনুষ্ঠিত

গত ১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন আদিবাসী শিক্ষার্থীদের পরিচিতিমূলক গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাঞ্চন চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর মো: নুরুল হামিদ কানন মহোদয়, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সুভাষ চাকমা, রঁদেভূ শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক পহেলা চাকমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম মহানগরের প্রতিনিধি মিনি রঞ্জন ত্রিপুরা, চবি শিক্ষার্থী জাল্লাং এনরিকো মারাক ও কমল তঞ্চঙ্গ্যা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিয়াঙ্কা পিংকি ডারিং ও প্রান্ত সিংহ এবং সভাপতিত্ব করেন গেট টুগেদার আয়োজক কমিটির আহ্বায়ক প্রেনঙি ম্রো।

নবীন শিক্ষার্থীদের বরণ

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কাঞ্চন চাকমা বলেন, আদিবাসীরা বিভিন্ন প্রতিকূলতা পেড়িয়ে বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞান চর্চার ক্ষেত্রে ভর্তি হওয়ার সুযোগ পায়। প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে মানিয়ে নিতে নিজেকে গড়ে তোলা দরকার। নিজের শেকড়কে ধরে রাখার মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। নিজের শেকড় ও পার্বত্য চট্টগ্রামকে নিয়ে গবেষণা করার অনেক সুযোগ আছে।
বর্তমান বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের যুগ। এই শিল্প যুগের প্রযুক্তি নিয়ে জ্ঞান চর্চা করার জন্য এগিয়ে আসতে হবে। প্রযুক্তি সম্পর্কে জ্ঞান না থাকলে আমাদের শিকড়, আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে।

বিশেষ অতিথি মো. নুরুল হামিদ কানন বলেন, বহু সাংস্কৃতিক উপাদানে সমৃদ্ধ আমাদের এই বিশ্ববিদ্যালয়ে নানা সংস্কৃতির সাথে পরিচয় হলেও নিজের শেকড় কোনো দিন ভুলে যাওয়া যাবে না। আপনারা অনেক বাঁধার পাহাড় পাড়ি দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়েছেন, আপনাদের শেকড় আঁকড়ে ধরে রাখার মাধ্যমে নিজেদের এগিয়ে নিতে হবে, আপনার সমাজ ও জাতিকে প্রতিনিধিত্বের মাধ্যমে আপনার শিকড়কে ধরে রাখতে হবে।

সুভাষ চাকমা বলেন, আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আত্মকেন্দ্রিকতা ভুলে আমাদের শেকড় আঁকড়ে ধরে এগিয়ে যেতে হবে। নিজের ইতিহাস, সংস্কৃতি ও ভাষা টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদের নিজের। শুধু পরীক্ষা আর সার্টিফিকেটের জন্য নয় বরং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা জন্য আপনাদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানা প্রয়োজন।

পহেলা চাকমা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার পিছনে অনেক চড়াই উৎরাই পেরিয়ে আসতে হয়। বিশ্ববিদ্যালয়ে আপনাদের দায়িত্ব নিজের পাশাপাশি নিজের সংস্কৃতি ও নিজের জাতিগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করা। আপনার ভাষা, সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানা আপনাদের দায়িত্ব কারণ আপনারা এক একজন প্রতিনিধি।

Back to top button