অন্যান্য

গোবিন্দগঞ্জে সবিন চন্দ্র মুন্ডার নাগরিক শোকসভা অনুষ্ঠিত

সূভাষ চন্দ্র হেমব্রম, গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে ফিরেঃ সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি গোবিন্দগঞ্জ গাইবান্ধা ও আদিবাসী বাঙালী সংহতি পরিষদ গাইবান্ধায় যৌথ আয়োজনে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদ্য প্রয়াত সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডার অকাল মৃত্যুতে গতকাল ১২ ফেব্রুয়ারি ২০২ দুপুর ১২টার সময় সময় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। নাগরিক শোকসভায় কর্মসূচির অংশ হিসেবে ছিলো শোক র‍্যালী, মোমবাতি প্রজ্জ্বলন, পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি গোবিন্দগঞ্জ গাইবান্ধা সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট বাবলু রবিদাস, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গণেশ মার্ডি, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রংপুর মহানগর সাধারণ সম্পাদক বিমল খালকো, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি গোবিন্দগঞ্জ গাইবান্ধা সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রেজাউল করিম মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, মামলার বাদী থমাস হেমব্রম, ছাত্রনেতা ব্রিটিশ সরেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কবাদী) গাইবান্ধা সংগঠক মৃনাল কান্তি বর্ণন, আদিবাসী বাঙালী সংহতি পরিষদ গাইবান্ধার আহবায়ক ও গাইবান্ধা রার এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, আদিবাসী বাঙালী সংহতি পরিষদ গাইবান্ধা সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সামাজিক সংগ্রাম পরিষদ গাইবান্ধার আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, সদস্য সচিব হাসান মুরসেদ দিপন, মানবাধিকার কর্মী শহিদুল ইসলাম প্রমুখ।

Back to top button