আঞ্চলিক সংবাদ

গোবিন্দগঞ্জে কর্মহীন আদিবাসীদের খাদ্যসহায়তা

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দেশে লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন বহু আদিবাসী। রোজগার বন্ধ হওয়ায় চরম খাদ্য সংকটে পড়ছেন তারা। করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে গাইবান্ধার গোবিন্দগঞ্জে কর্মহীন হয়ে পড়া এসব আদিবাসী মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বন।

রবিবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার বাগদা বাজার অবলম্বন অফিসের সামনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় চারশ’ আদিবাসী পরিবারের প্রত্যেক পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি লবন, ১ লিটার ভোজ্যতেল ও ২টি সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর একটি করে প্যাকেট দেয়া হয়।

উপজেলার আদিবাসী অধ্যুষিত ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের এইসব আদিবাসী সম্প্রাদায়ের পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণের সময় অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, জেলা সম্প্রীতি ফোরামের সাধারণ সম্পাদক এমিলি হেমব্রম, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, অবলম্বনের প্রকল্প সমন্বয়কারী একেএম মাহাবুবুল আলম, এডমিন ও ফিনান্স অফিসার সাঈদ আল আসাদ, প্রজেক্ট অফিসার দিপ্তী মুর্মু, শাবানা আকতার, মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃতজ্ঞতাঃ http://amarzila.news/

Back to top button