
আজ ১৫ মার্চ (শনিবার) মোহাম্মদপুরের টাউন হল শহীদ পার্ক মাঠে গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ) ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত গারো সুপার লীগ (জিএসএল)-২৫ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে মরিয়মনগর ইলেভেন আর রানার্সআপ হয়েছে আচিক ওয়ারিয়র্স।

জিএসএল-২০২৫ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ওয়ানগালা’র সাবেক নকমা সুকলেশ নকরেক, গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ) কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক সম্পাদক লিয়াং রিছিল, যুগ্ম সাধারণ সম্পাদক ড্রিঞ্জা চাম্বুগং, সাংগঠনিক সম্পাদক টনি ম্যাথিউ চিরান, জিএসএফ ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি রাহুল রেমা, সাবেক সভাপতি ব্রলিন দফো, জিএসএফ ঢাকা মহানগর শাখার সভাপতি নিপুল ম্রং, সাধারণ সম্পাদক লেবিও ম্রং সহ অনেকেই।
পুরস্কার বিতরণী পর্বে বক্তারা তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যে জাতিগত সম্প্রীতি ও সৌহার্দ্যের ভিত্তিতে সমৃদ্ধ সমাজ গড়ার কথা বলেন। তাঁরা জোর গলায় বলেন তারুণ্যের শক্তিকে আরও একবার গর্জে উঠতে হবে গারো জাতিসহ বাংলাদেশের সকল আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা করতে।
“ক্রীড়ার মঞ্চে একত্রিত হয়ে আসুন জাতিগত সম্প্রীতি ও সৌহার্দ্যের ভিত্তিতে সমৃদ্ধ সমাজ গড়ি”
এই স্লোগানকে সামনে রেখে গতকাল ১৪ মার্চ (শুক্রবার) মোহাম্মদপুরের টাউন হল শহীদ পার্ক মাঠে গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ) ঢাকা মহানগর শাখা কর্তৃক গারো সুপার লীগ (জিএসএল)-২৫ ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ঢাকা ওয়ানগালা’র সাবেক নকমা সুকলেশ নকরেক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) মোহাম্মদপুর থানা শাখার সাধারণ সম্পাদক সবুজ নকরেক, গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ) কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক ড্রিঞ্জা চাম্বুগং, সাংগঠনিক সম্পাদক টনি ম্যাথিউ চিরান, জিএসএফ ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি রাহুল রেমা, সাবেক সভাপতি ব্রলিন দফো, জিএসএফ ঢাকা মহানগর শাখার সভাপতি নিপুল ম্রং, সাধারণ সম্পাদক লেবিও ম্রং সহ অনেকেই।