গারো ব্যান্ড সাক্রামেন্টের নতুন বেইজিস্ট তিলন সাংমা ও কি-বোর্ডিস্ট প্রাপ্ত রেমা
বাংলাদেশের গারো ব্যান্ড সাক্রামেন্ট-এর নতুন বেইজিস্ট তিলন সাংমা এবং কি-বোর্ডিস্ট (স্ট্রিংস) ত্রিদ্বীপ প্রাপ্ত রেমা। তাদের ফেইসবুক পেইজে গতকাল (১১ ডিসেম্বর) এই তথ্য জানায় ব্যান্ডটি।
ফেইসবুক পোস্টে সাক্রামেন্ট জানায়, “এই বছরের মাঝামাঝিতে আমাদের বেইজিস্ট রাসং রেমা ব্যক্তিগত কারণে ব্যান্ড থেকে বিরতি নিয়েছে। এরপর থেকেই আমরা খোঁজ করছি নতুন মিউজিশিয়ানের। অনেক জ্যামিং এবং প্র্যাকটিসের পর আমরা অফিসিয়ালি জানাচ্ছি যে আমাদের নতুন বেইজিস্ট তিলন সাংমা।”
ফেইসবুক বার্তায় ব্যান্ডটি আরও জানায়, তাদের ব্যান্ডে আরো একজন নতুন সদস্য যোগ হচ্ছে, কি-বোর্ডিস্ট বা স্ট্রিংস সেকশনে বাজাবেন ত্রিদ্বীপ প্রাপ্ত রেমা। শ্রোতাদের আরও অনেক নতুন গান উপহার দিবেন বলে জানায় ব্যান্ডটি।
সাক্রামেন্ট একটি এক্সপেরিমেন্টাল রক্ ব্যান্ড। ব্যান্ডটির পথচলা শুরু ২০০৯ সাল থেকে। ব্যান্ডটির সকল মেম্বার গারো সম্প্রদায়ের। পথচলার শুরু থেকেই গারো ভাষায় গান করে ব্যান্ডটি। এছাড়াও বাংলা ভাষাতেও অনেক গান রয়েছে ব্যান্ডটির।
আচিক ভাষায় “৯৮৯” শিরোনামে ব্যান্ডটির একটি এলব্যাম রয়েছে। এলব্যামটির ৭টি গানই গারো ভাষায়। অতীত স্মৃতি ও শৈশব নামে দুটি বাংলা গানও শ্রোতাদের জন্য রিলিজ করেছে ব্যান্ডটি।
বর্তমানে ব্যান্ডটির লাইন আপ হচ্ছে— ভোকাল প্যাট্রিক সাংমা, গিটার/ভোকাল অভি আর. মারাক, গিটার/ভোকাল ডেভিড কেনি রেমা, বেইজিস্ট তিলন সাংমা, ড্রামস ওয়ারি ম্রং, এবং কি-বোর্ডিস্ট ত্রিদ্বীপ প্রাপ্ত রেমা।