গাজীপুরে ভোট স্থগিতের বিরুদ্ধে আপিল
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার।
সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা এ বি এম আজহারুল ইসলাম সুরুজের করা এক রিট আবেদনে হাই কোর্ট রোববার ঢাকার লাগোয়া এই সিটি করপোরেশনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেয়।
ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার জন্য বিএনপির মেয়র প্রার্থী দিলটির নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অনুমতি নেন।
পরে তিনি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই আবেদন জমা দিলেও কপি আদালতে না আসায় সোমবার বিকাল পর্যন্ত চেম্বার আদালতে শুনানি হয়নি বলে তার আইনজীবী সানজিত সিদ্দিকী জানান।