আঞ্চলিক সংবাদ
গাইবান্ধায় বন্যার্তদের মাঝে আদিবাসী সংগঠনগুলোর ত্রাণ বিতরণ
আজ ৮ সেপ্টেম্বর ২০১৭ সকাল ১০ টায় গাইবান্ধা সদরে বন্যায় ক্ষতিগ্রস্ত আদিবাসী এলাকায় ত্রাণ বিতরণ করেছে আদিবাসী যুব পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদ, চানচিয়া, মাদল এবং হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম । ত্রাণ বিতরণ কর্মসূচিটি ব্রীজ রোড মডার্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ।
৪৯ টি পরিবারের মাঝে চাল ডাল ও লবণ বিতরন করা হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হরেন্দ্রনাথ সিং, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুমিতা রবিদাস, আইডি- এর ফেলো প্রবীর চক্রবর্তী সহ আদিবাসী ছাত্র পরিষদের সদস্য রতন রবিদাস ও লাবলু রবিদাস ।