জাতীয়শিক্ষা

খালেদা জিয়ার প্রয়াণে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন গভীর শোক প্রকাশ করেছে।

গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মানবাধিকার কর্মী জাকির হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক বার্তায় এ শোক জানানো হয়েছে।
শোকবার্তায় বলা হয়েছে যে, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে ১৯৯০-এর গণআন্দোলনের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে আনুষ্ঠানিক সংলাপ শুরু করেন, যা পাহাড়ের সমস্যা রাজনৈতিক সমাধানের পথকে প্রশস্থ করেছিল।

শোকবার্তায় আরো বলা হয়েছে যে, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই ঐতিহাসিক অবদানকে গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন আরও গভীর কৃতজ্ঞতার সাথে দেশবাসীকে জানাচ্ছে যে, ২০০১ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার সময় বেগম খালেদা জিয়া পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াকে সচল রাখতে এবং এগিয়ে নিতে দায়িত্বশীল রাষ্ট্র নায়কের ভূমিকায় নিজেকে তুলে ধরেছিলেন।
পরিশেষে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন বিএনপি এবং খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারের সাথে সহমর্মিতা প্রকাশ করেছে।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর, মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। কিডনি, হৃদরাগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত প্রায় এক মাস যাবত তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশের অর্ন্তবর্তী সরকার।

Back to top button