আঞ্চলিক সংবাদ

খাগড়াছড়িতে সোমবার হরতাল, ১৪৪ ধারা উপেক্ষা করে প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়ি জেলা পরিষদের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে পূর্বঘোষিত ঘেরাও কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিতের আশঙ্কায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা লঙ্ঘন করে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি। রোববার সকাল থেকে সদর উপজেলা পরিষদ এলাকায় জড়ো হয়ে বেলা সাড়ে ১০টায় প্রতিবাদ সমাবেশ করে আগামীকাল সোমবার খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা হরতাল ও ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেলা সদরে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

প্রতিবাদ সমাবেশে জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, সদস্য সচিব ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম বক্তব্য রাখেন।

খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। কেউ যদি তা লঙ্ঘন করে তাকে তাহলে পুলিশ তার ব্যবস্থা নিবে।

Back to top button