জাতীয়

খাগড়াছড়িতে বৌদ্ধ বিহার ও বৌদ্ধমূর্তি ভাংচুরের ঘটনায় সাংসদ ঊষাতন তালুকদারের নিন্দা প্রকাশ

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় কুকিছড়ায় বুদ্ধ মূর্তি ও বিহার ভাংচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ২৯৯ পার্বত্য রাঙামাটির সংসদ সদস্য এমপি ঊষাতন তালুকদার। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি ঘটনায় দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে সারা দেশের বৌদ্ধরা যখন প্রবারণা পালনে প্রস্তুত ঠিক তার আগে ২৩ তারিখ দিবাগত রাতে বিহারে হামলা ও বুদ্ধ মূর্তি ভাংচুর করা হয়। এর প্রতিবাদে খাগড়াছড়ি জেলা সদরের য়ংড বৌদ্ধ মন্দিরে ফানুস ওড়ানো বন্ধ রাখা হয় এবং উৎসব উপলক্ষ্যে চেংগী নদীতে পঙখীরাজ নৌকা ভাসানো হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মীয় উৎসবের পাশাপাশি জাতীয় নির্বাচনের উৎসবমুখী পরিবেশের দিকে দেশ যখন ধাবিত হচ্ছে, এমন সময় ধর্মীয় স্থাপনা ও সংস্কৃতির উপর এই হামলাকে আভ্যন্তরীন স্থিতিশীলতা ও আদিবাসীদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ ও শংকিত করে।

Back to top button