আঞ্চলিক সংবাদ
খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস পালিত
“টেকসই উয়ন্ননে পর্যটনের হাতিয়ার” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে বুধবার বেলা ১০টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও পর্যটন মোটেলের যৌথ আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়।
শোভাযাত্রায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন, খাগড়াছড়ি পর্যটন বিভাগের আহ্বায়ক ও পার্বত্য জেলা পরিষদ সদস্যা নিগার সুলতানা, পার্বত্য জেলা পরিষদ সদস্যা শতরূপা চাকমা, খাগড়াছড়ি পর্যটন মোটেলের ব্যবস্থাপক ইদ্রিছ তালুকদার প্রমুখ।
শোভাযাত্রায় খাগড়াছড়িতে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের নিজস্ব পোষাক পরিচ্ছদ পরিধান করে অংশগ্রহণ করেন।