জুম্মদের বিরুদ্ধে সহিসংসতায় রাষ্ট্রীয় বাহিনীর ভূমিকা তদন্তের দাবিতে আগামীকাল ঢাকায় সমাবেশ

আগামীকাল ৩০ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার) সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে আদিবাসী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গুইমারাতে এলোপাতাড়ি গুলিবর্ষণে ৩ আদিবাসী হত্যা, বসত ভিটা, দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনার বিচার ও রাষ্ট্রীয় বাহিনীর ভূমিকা তদন্তের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করা হয়েছে। এ প্রতিবাদ সমাবেশটি আয়োজন করতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। বিকাল ৩:০০ টায় উক্ত প্রতিবাদ সমাবেশটি ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরের সম্মুখে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংগঠনটি।
আয়োজকরা আইপিনিউজকে জানান উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাসদ এর সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, দৈনিক আমাদের সময়-এর সম্পাদক সাংবাদিক আবু সাঈদ খান, গণফোরাম-এর ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. স্নিগ্ধা রেজওয়ানা, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের দুই যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন ও অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী, এবং সিপিবি’র সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফী রতন প্রমুখ।