ক্যান্সার আক্রান্ত রাঙ্গামাটির তুষিতা চাকমা’র জন্য মানবিক আবেদন

আইপিনিউজ ডেক্স(ঢাকা): পার্বত্য জেলা রাঙামাটির বাসিন্দা তৃষিতা চাকমা(৪২)। তিনি এখন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তিনি ভারতে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা প্রক্রিয়ায় ইতিমধ্যে কেমোথেরাপিও নিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ক্যান্সারটি এখন সেকেন্ড স্টেজে রয়েছে। চিকিৎসকরা আশ্বাস দিয়েছেন এই স্টেজের ক্যান্সার নিরাময় যোগ্য।
তবে তৃষিতা চাকমা’র ক্যান্সার পুরোপুরি আরোগ্য হতে ১৫-১৬ লাখ টাকা দরকার বলে পরিবার সূত্রে জানা গেছে। কিন্ত অর্থের অভাবে তার এ চিকিৎসা থমকে আছে বলে জানিয়েছে তাঁর পরিবার । রোগীর স্বামী সাগর ময় চাকমা বলেন, আমাদের দুটি সন্তান রয়েছে। এক সন্তানের নাম তুর্জ চাকমা। সে সেন্ট ট্রিজার স্কুলে ২য় শ্রেণীতে পড়ে। আর অপর সন্তান আয়ুষ চাকমা। সেও সেন্ট ট্রিজারে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। অবুঝ শিশু দুটি তাদের মায়ের চিকিৎসার জন্য মানবদরদী ও বিত্তবানদের কাছ থেকে সহায়তা কামনা করেছেন। তাদের বিশ্বাস ক্যান্সার জয় করে মমতাময়ী মা তার সন্তানদ্বয় ও পরিবারের কাছে ফিরবেন। ইতিমধ্যে তৃষিতা চাকমার চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য বিশিষ্টজনদের নিয়ে একটি তহবিল গঠনের উদ্যোগও নেয়া হয়েছে। সকলের সহযোগীতায় তৃষিতা ক্যান্সার থেকে আরোগ্য লাভ করে তার পরিবারের মাঝে ফিরে আসবেন বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন।
হৃদয়বান কোন ব্যক্তি তৃষিতাকে সহযোগিতা পাঠাতে পারেন।
তৃষিতার স্বামী সাগরময় চাকমার বিকাশ /নগদ নম্বার 01866957788
ব্যাংক হিসাব
To: SBB
Rupali bank Limited
BANARUPA BR. RANGAMATI
Name.. SAGORMOY CHAKMA
A/C No…1784010008220.