আন্তর্জাতিক

কৃত্রিম আলোর দূষণে হারিয়ে যাচ্ছে রাতের আঁধার

সারা পৃথিবীতে কৃত্রিম আলোর ব্যবহার বাড়ার কারণে রাত হারিয়ে যেতে বসেছে বলে বলছেন বিজ্ঞানীরা।

রাতের পৃথিবীর বেশ কিছু ছবি গবেষণার পর তারা এই চিত্র দেখতে পেয়েছেন।

বিজ্ঞানীরা বলছেন, ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে প্রতি বছরে কৃত্রিম আলোর পরিধি বেড়েছে দুই শতাংশ।

রাতের এই হারিয়ে যাওয়ার ফলে মানুষ ও প্রাণীজগতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে তাদের আশংকা।

এই গবেষণায় মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার স্যাটেলাইট রেডিওমিটারের চিত্র ব্যবহার করা হয়েছে, যেটি রাত্রিকালীন আলোর তীব্রতা পরিমাপ করতে পারে। সায়েন্স অ্যাডভান্স নামের একটি জার্নালে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

গবেষণায় দেখা গেছে, সময় ও দেশভেদে আলোর তীব্রতা কমে বা বাড়ে।

বিশ্বের সবচেয়ে আলোকিত দুটি দেশ স্পেন ও যুক্তরাষ্ট্রে আলোর তীব্রতা আগের মতোই আছে। তবে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়াতে এটি ক্রমশ বাড়ছে।

তবে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও ইয়েমেনে আলোর তীব্রতা কমেছে।

রাতের স্যাটেলাইট চিত্রে পৃথিবীকে উজ্জ্বল সমুদ্রতীর ও মাকড়সার জালের মতো আলোক সুন্দর দেখালেও এটি মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে।

সূত্রঃ বিবিসি

Back to top button