জাতীয়

কাল মার্কসের ২০০ বছরঃ ঢাবিতে দিনব্যাপী অনুষ্ঠানমালা

সাম্যবাদী দার্শনিক ও শ্রমজীবী মানুষের মুক্তির পথপ্রদর্শক কার্ল মার্কসের জন্মের ২০০ বছর পূরণ হতে যাচ্ছে আগামী ৫ মে ২০১৮। ঐতিহাসিক দিনটি স্মরণে আগামীকাল ৪মে শুক্রবার কার্ল মার্কসের ২০০ বছর উদযাপন কমিটির পক্ষ থেকে দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
আগামীকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ সম্মেলন কক্ষে এই সেমিনার শুরু হবে সকাল ৯টায়। প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানীর সভাপতিত্বে দিনব্যাপী এই সম্মেলনে আলোচনা করবেন দেশের প্রথিতযশা বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক ও তরুণ চিন্তকরা।
রাউল পেকের ‘দ্য ইয়ং কার্ল মার্কস’ চলচ্চিত্রটির মাধ্যমে শুরু হবে কার্যক্রম। এরপর উদ্বোধনী গান পরিবেশন করবেন শিবু কুমার শীল। কবিতা পাঠ করবেন মোহন রায়হান।
সকাল সাড়ে ১১টায় মূল আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেবেন মনজুরুল আহসান খান, কাজী কামরুজ্জামান, মুশতাক হোসেন, সাইফুল হক, হাসিবুর রহমান এবং জোনায়েদ সাকি।
দুপুর দুটায় শুরু হবে প্যানেল আলোচনা। এতে বক্তব্য রাখবেন সাখাওয়াত টিপু, তানিম নওশাদ, অদিতি হক, আজিজুল রাসেল, খালেদুর রহমান সাগর ও তাহমিদাল জামি।
বিকেল ৪টায় সমাপনী আলোচনায় বক্তব্য দেবেন সৈয়দ আবুল মকসুদ, আব্দুল হক, মাহবুবুল মোকাদ্দেম আকাশ, সলিমুল্লাহ খান, নুরুল কবীর ও আজফার হোসেন। আয়োজকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

Back to top button