করোনায় বিধ্বস্ত পাহাড়ের আনারস বাগান চাষীর স্বপ্ন
সতেজ চাকমা: প্রতিবছর এসময়ে পাহাড়ে আনারসের বাজার এখন জমজমাট। রাঙ্গামাটির বনরূপার সমসতা ঘাট, রিজার্ভ বাজার, কলেজ গেইট থেকে শুরু করে রাঙ্গামাটি শহরের বিভিন্ন পয়েন্টে এই আনারসের হাট বসে। পাহাড়ী আনারস চাষীরা এই আনারস পানি পথে এবং সড়ক পথে এসব আনারস পার্শ্ববর্তী এলাকা গুলো থেকে বাজারজাত করার জন্য নিয়ে আসে। কিন্তু এই সময়ে করোনা ভাইরাসের ফলে বিশ্বব্যাপী চলা নিস্তব্ধতায় প্রায় সবাই যে যার বাসায়। মুদি,্ঔষুধসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান বাদে বাকী সব কিছু এখন বন্ধ ।কিন্তু এসময়ে পাকতে শুরু করেছে পাহাড়ের আনারস। তাই বিভিন্ন মাধ্যমে খবর নিয়ে জানা গেছে আনারস চাষীরা এখন বেশ উৎকন্ঠা ও দু:শ্চিন্তাই দিন পার করছেন। অনন্ত চাকমা নামে এক ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে সমতা ঘাট এলাকার আনারস চাষীদের দুর্দশা কথা জানাচ্ছিলেন এভাবে- ‘তাঁদের বুকে ব্যাথার কথা কে বলবে? সারা বছরের কষ্টে উপার্জনের এই বাজেটের টাকায় চলে সন্তানের পড়াশুনার খরচ।”
রাঙ্গামাটির বনরূপার সমতাঘাট এলাকায় আনারস বিক্রেতা কিছু পাহাড়ী মানুষের আহাজারির কথা জানিয়ে তিনি আরো লিখেছেন, আরো এক সপ্তাহ পরেই আনারসগুলো পচেঁ যেত । কিন্তু এখনও কেউ কোনো ধরণের দর দামই করছেন না। করোনার আতংকে সকল মানুষ বাড়ীতে অবস্থান করার কারণে মার খাচ্ছেন এই পাহাড়ী আনারস চাষীরা। আনারসের রং উজ্জ্বল হলেও কোনো ক্রেতা না থাকায় পানির দামে এ ফল বিক্রি করতে হচ্ছে। তাই এই করোনা মহামারীতে এই আনারস চাষীদের স্বপ্নগুলো যেন লুট হয়ে গেছে।