এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে ঢাবি জুম্ম শিক্ষার্থী পরিবারের শ্রদ্ধা
আজ রক্তাত্ব ১০ নভেম্বর। জুম্ম জাতির অগ্রদূত মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪১ তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৩ সালের এই দিনে দেশী–বিদেশী বিভিন্ন ষড়যন্ত্রের অংশ হিসেবে বিভেদপন্থী গিরি–প্রকাশ–দেবেন–পলাশ চক্রের বিশ্বাসঘাতকতামূলক অতর্কিত আক্রমণে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার খেদারাছড়া থুমে তাঁর ৮ সহযোদ্ধাসহ নির্মমভাবে নিহত হন।
জুম্ম জাতির শোকাবহ এই দিনে জুম্ম জাতির ভাগ্যাকাশের এই উজ্জল নক্ষত্রকে শ্রদ্ধাভরে স্মরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শহীদ বেদীতে প্রদীপ প্রজ্জ্বালন ও স্মরনসভার আয়োজন করেছে। স্মরনসভায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মনতুষ চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যা, ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের সিনিয়র শিক্ষার্থী জনি তঞ্চঙ্গ্যাসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।