আঞ্চলিক সংবাদ

এক মাসেও উদ্ধার হয়নি ধর্মপাশা থেকে অপহৃত ছাত্রী

ধর্মপাশা উপজেলার মধ্যনগর এলাকার আদিবাসী স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে এক মাস আগে মামলা হলেও এখনও সে উদ্ধার হয়নি। এ ঘটনায় থানায় ১১ জনের নামে অপহরণ মামলা হয়েছে। পুলিশ মামলার আসামি মধ্যনগরের রূপনগর গ্রামের দুই ভাইকে গ্রেফতার করেছে।
মধ্যনগর থানার লক্ষ্মীপুর গ্রামের ওই ছাত্রীকে গত ৮ জুন রাতে মাঈন উদ্দিনসহ অন্য আসামিরা বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পুলিশ রাতেই মাঈন উদ্দিনের বাড়ি থেকে ছাত্রীকে উদ্ধার করেন। এ সময় মাঈন উদ্দিনকে আটক করা হয়। পরদিন আদালত মাঈন উদ্দিনকে কারাগারে পাঠান এবং মেয়েটিকে পরিবারের জিম্মায় দেন।
এরপর মেয়ের বাবা ১৩ জুন মধ্যনগর থানায় আরেকটি সাধারণ ডায়েরি করেন। এতে তিনি উল্লেখ করেন, আদালত থেকে নিয়ে আসার পর মেয়েটি বাড়িতেই ছিল। কিন্তু ১১ জুন রাতে তিনি ঘুম থেকে ওঠে দেখেন মেয়ে ঘরে নেই। এরপর
থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ মাঈন উদ্দিনের আরেক ভাই আমিজ উদ্দিনকে গ্রেফতার করে।
মেয়ের চাচা জানান, মেয়েটি নিখোঁজের পর দুইবার ফোনে যোগাযোগ করে তার বাবাকে বলেছে মামলা তুলে না নিলে তাকে অপহরণকারীরা ছাড়বে না। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
মধ্যনগর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, মেয়েটিকে উদ্ধারে চেষ্টা চলছে।

Back to top button