জাতীয়
একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী মাসুম আজিজের প্রয়াণ
আইপিনিউজ ডেক্স(ঢাকা): একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজ মারা গেছেন। আজ সোমবার (১৭ অক্টোবর) বেলা ৩টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
গত ৮ অক্টোবর থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ছিলেন মাসুম আজিজ। ক্যানসার ও হৃদরোগে ভুগছিলেন এই অভিনেতা। এরপর ১৩ অক্টোবর থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। কিন্তু রাখা গেল না এই গুনী অভিনেতাকে।
মাসুম আজিজের ছেলে উৎস জামান সাংবাদ মাধ্যমকে জানান, আজ সোমবার (১৭ অক্টোবর) তার বাবার মরদেহ হাসপাতালেই থাকবে। মঙ্গলবার (১৮ অক্টোবর) অভিনেতার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাষ্ট্রীয় ও সর্বসাধারণের শ্রদ্ধা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে পাবনায় গ্রামের বাড়িতে। সেখানেই তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।